সাওমি Mi6 ডুয়াল ক্যামেরা সেটাপের সঙ্গে লঞ্চ হতে পারে

সাওমি Mi6 ডুয়াল ক্যামেরা সেটাপের সঙ্গে লঞ্চ হতে পারে
HIGHLIGHTS

এই স্মার্টফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835Soc আছে

সাওমি Mi 6 এর বিষয়ে লিক হওয়া খবর অনুসারে সাওমি Mi6 এ ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে. যদিও ক্যামেরা  সংক্রান্ত অন্য খবর পাওয়া যায়নি. এর আগে সাওমি Mi6 কে সম্প্রতি চাইনিস রিলিজং ওয়েবসাইটে লিস্টেড দেখা গেছে. অপটামার্ট এই ডিভাইসের দাম এবং স্পেসিফিকেশন দিয়েছে. মনে করা হচ্ছে যে এই স্মার্টফোনটি সামনের মাসে লঞ্চ করা হবে.  আমেজান থেকে 275 টাকায় কিনুন Captcha (Top Selling) Latest Wireless LED Bluetooth Speakers

এখন চিনে এই ফোনের দাম নিয়ে খবর লিক হচ্ছে. এই লিক অনুসারে এই ফোনটি তিনটি আলাদা আলাদা ভেরিয়েন্টে পাওয়া যাবে. এই তিনটি ভেরিয়েন্টের দাম আলাদা আলাদা হবে. Mi6 এ 4GB র্যাম এবং 32GB ইন্টারনাল স্টোরেজ আছে. অনি একটি ভেরিয়েন্টেটি 4GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজের. এছাড়া এই স্মার্টফোনের একটি তৃতীয় ভেরিয়েন্টে আছে যাতে 6GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ মেমরি যুক্ত.

আরো দেখুন: ইন্টেক্স অ্যাকোয়া 4G মিনি স্মার্টফোন হল লঞ্চ 

এই ভেরিইয়েন্ট গুলির দাম হল, Rs.18,982, Rs.21,831 এবং Rs.25,629. লিক হওয়া খবর অনুসারে সাওমি Mi6 প্লাস 4GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজ, 6GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ ও 8GB র্যাম ও 256GB ইন্টারনাল স্টোরেজ এই তিন ভেরিয়েন্টে পাওয়া যাবে. এই তিনটির দাম যথাক্রমে, Rs. 24,680, Rs.28,478  ও Rs. 33,226 है   আমেজান থেকে 1,899 টাকায় কিনুন Artis BT222 Wireless Portable Bluetooth Speaker With USB / FM / SD Card Reader / AUX IN (Black)

সাওমি Mi6 এ 5.15ইঞ্চি ফুল HD ডিসপ্লে আছে যার রেজিলিউশন 1920x1080p. এতে AMOLED ডিসপ্লে আছে. এই ডিভাইসে স্ন্যাপড্র্যাগন 835 কোয়াডকোর প্রসেসর আছে এটি 4GB /6GB র্যাম যুক্ত. এর ইন্টারনাল স্টোরেজ 32GB/64GB/128GB যুক্ত.

আরো দেখুন: মোটো G5 এর ব্লু ভেরিয়েন্ট এর ছবি হল লিক

আরো দেখুন: ওপ্পো F3 প্লাস ডুয়াল সেলফি ক্যামেরার সঙ্গে হল লঞ্চ 

সোর্স:

আমেজান থেকে 275 টাকায় কিনুন Captcha (Top Selling) Latest Wireless LED Bluetooth Speakers

আমেজান থেকে 1,899 টাকায় কিনুন Artis BT222 Wireless Portable Bluetooth Speaker With USB / FM / SD Card Reader / AUX IN (Black)

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo