Xiaomi Mi 6 11টি রঙে সেলের জন্য পাওয়া যাবে?

Xiaomi Mi 6 11টি রঙে সেলের জন্য পাওয়া যাবে?
HIGHLIGHTS

আপাতত এই স্মার্টফোনটিকে ব্ল্যাক, হওয়াইট, ব্লু আর সিল্ভার রঙে আনা হয়েছে

সম্প্রতি সাওমি তাদের এই বছরের ফ্ল্যাগশিপ স্মার্টফোন Xiaomi Mi 6 নিয়ে এসেছে. আপাতত এই স্মার্টফোনটি শুধু চিনে লঞ্চ করা হয়েছে. এটি চিনে 29 এপ্রিল থেকে সেলের জন্য পাওয়া যাবে. আপাতত এটি ব্ল্যাক, হোয়াইট, ব্লু আর সিল্ভার রঙে আনা হয়েছে. তবে TENAA এর টাটকা লিস্টিং অনুসারে, এই স্মার্টফোনটি মোট 11টি রঙে সেলের জন্য পাওয়া যাবে.

TENAA র টাটকা লিস্টিং অনুসারে জানা গিয়েছে যে, এটি গোল্ড, গ্রে, ডার্ক গ্রে, পিঙ্ক, শ্যাম্পেন, ফ্রস্টেড ব্ল্যাক, আর চেরি পিঙ্ক রঙে পাওয়া যাবে. তবে অনুমান করা হচ্ছে যে এর মধ্যে কিছু রঙ শুধু চিনে সেলের জন্য পাওয়া যাবে.

আরো দেখুন: Asus Zenfone 3 Laser এর জন্য অ্যান্ড্রয়েড 7.0 নৌগাট আপডেটের সেল আউট শুরু

লঞ্চিং ইভেন্টের সময় কোম্পানি ফাউন্ডার আর CEO লি জুন দাবি করেছিলেন যে, এই ফোনে থাকা স্ন্যাপড্র্যাগন 835 প্রসেসারের মধ্যমে অনেক বেশি ভাল গ্রাফিক্স পারফরমেন্স পাওয়া যায়, এটি আইফোন 7 এর থেকেও বেশি ভাল গ্রাফিক্স পারফরমেন্স দেয়. সঙ্গে এটি AnTuTu এর মতন বেঞ্চমার্কিং টেস্টে Samsung Galaxy S8 কেও হারিয়ে দেয়.

Xiaomi Mi 6 এ দুটি রেয়ার ক্যামেরা আছে. এতে 5.15 ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে, তবে এখনও অব্দি এর রেজিলিউশনের ব্যাপারে খবর পাওয়া যায়নি. এর সব সাইডে 3D গ্লাস ফিচার দেওয়া হয়েছে, যার ফলে ফোনটি যথেস্ট প্রিমিয়াম ফিলিং দেয়.

আরো দেখুন: Airtel লঞ্চ করল ‘Internet TV’ সার্ভিস

আরো দেখুন: Jio কে টক্কর দিতে Vodafone দিচ্ছে Rs.352 তে 56GB ডাটা আর আনলিমিটেড কলিং

সোর্স:

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo