চিনের ফোন কোম্পানি Xiaomi সম্প্রতি ফ্ল্যাগশিপ ডিভাইস Mi 6 চিনে লঞ্চ করেছিল। মনে করা হচ্ছে যে Mi 6 Plusও এর সঙ্গে লঞ্চ করা হবে তবে কোম্পানি শুধু Mi 6 এর আগে লঞ্চ করেছিল।
Mi 6 Plus এর ব্যাক কভারের ছবি লিক হয়েছে। মনে করা হচ্ছে যে Mi 6 Plus এর ডিসপ্লে সাইজ Mi 6 এর থেকে বড় হবে। এই ডিভাইসে 3.5mm জ্যাক থাকবেনা। এই ডিভাইসটি খুব তাড়াতাড়ি লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।
এই ডিভাইসের ডিসপ্লে 5.7 ইঞ্চির HD ডিসপ্লে। এই ডিভাইসে 6GB র্যাম থাকবে পারে, এর ইন্টারনাল স্টোরেজ 64GB/128GB ‘র হওয়ার সম্ভাবনা আছে। এই ডিভাইসের ব্যাটারি 4,500mAh এর। এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড নৌগাট 7.0 অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ডিভাইসে 12MP’র রেয়ার ডুয়াল ক্যামেরা সেটআপ আছে। ফ্রন্ট ক্যামেরা 8MP’র। এই ডিভাইসটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835 প্রসেসার যুক্ত।