সাওমি Mi6 এর ভেরিয়েন্টের দাম হল লিক

Updated on 25-May-2017
HIGHLIGHTS

সাওমি Mi6 এ 5.15 ইঞ্চি ফুল HD ডিসপ্লে আছে যার রেজিলিউশন 1920x 1080p

সাওমি Mi 6 স্মার্টফোনটিকে সম্প্রতি চাইনিজ রিলিজিং ওয়েবসাইটে লিস্টেড দেখা গেছে. অপটামার্ট এই ডিভাইসের দাম এবং স্পেসিফিকেশন সামনে নিয়ে এসছে. বলা হচ্ছে যে এই স্মার্টফোনটি আগামী মাসে লঞ্চ করা হতে পারে.

এখন চিনে এই ফোনটির দাম নিয়ে খবর লিক হয়েছে. এই লিক অনুসারে এই ফোনটি তিনটি আলাদা ভেরিয়েন্ট এ পাওয়া যাবে. Mi 6 এ 4GB র্যাম আর 32GB ইন্টারনাল স্টোরেজ আছে. অপর একটি ভেরিয়েন্ট 4GB র্যাম ও 64GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত. এছাড়া এই স্মার্টফোনটির তৃতীয় ভেরিয়েন্টও আছে যাতে 6GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ মেমারি আছে.

আরো দেখুন: Airtel খুব তাড়াতাড়ি দেবে VoLTE সাপোর্ট, জিও কে দেবে টক্কর

এই ভেরিয়েন্টটির দাম Rs.18,982, Rs. 21,831 ও Rs.25,629. লিক হওয়া খবর অনুসারে সাওমি Mi6 প্লাস 4GB র্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ, 6GB র্যাম ও 128GB ইন্টারনাল স্টোরেজ আর 8GB ও 256GB ইন্টারনাল স্টোরেজ এই তিন ভেরিয়ান্ট এ পাওয়া যাবে. এই তিনটি ভেরিয়ান্টের দাম যথাক্রমে: Rs.24,680, Rs.28,478  এবং Rs. 33,226.    

সাওমি Mi6 এ 5.15 ইঞ্চির ফুল HD ডিসপ্লে আছে যার রেজিলিউশন 1920 X 1080p. এতে AMOLED ডিসপ্লে আছে. এই ডিভাইসটিতে স্ন্যাপড্র্যাগন 835 কোয়াড-কোর প্রসেসার আছে, যার সঙ্গে 4GB/6GB র্যাম উপস্থিত আছে. এর ইন্টারনাল স্টোরেজ 32GB/64GB/128GB র. 

 আরো দেখুন: অ্যাপেল ভারতে তারাতারি আইফোন 6 ও 6s এর ম্যানুফ্যাকচারিং শুরু করবে

আরো দেখুন: নোকিয়া 7, নোকিয়া8 এর ডিজাইন হল লিক

সোর্স:

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India!

Connect On :