Xiaomi Mi 6 Lite ভেরিয়ান্ট স্ন্যাপড্র্যাগন 660 প্রসেসারের সঙ্গে তাড়াতাড়ি লঞ্চ হতে পারে

Xiaomi Mi 6 Lite ভেরিয়ান্ট স্ন্যাপড্র্যাগন 660 প্রসেসারের সঙ্গে তাড়াতাড়ি লঞ্চ হতে পারে
HIGHLIGHTS

এই নতুন ভেরিয়েন্টে Mi 6 এর মতন ফিচার্স থাকবে. শুধু এর চিপস্টেকটি আলাদা হবে

সাওমি গত মাসে চিনে Xiaomi Mi 6 লঞ্চ করেছে. একে দুটি ভেরিয়ান্টে লঞ্চ করা হয়েছে- স্ট্যান্ডার্ড ভেরিয়ান্টে গ্লাস বডি দেওয়া হয়েছে আর অন্যটি সেরামিক এডিশান. এবার গুজব শোনা যাচ্ছে যে কোম্পানি তাড়াতাড়ি এর একটি লাইট ভেরিয়ান্টও আনতে চলেছে. এর নতুন ভেরিয়েন্টের নাম Mi 6 Youth Editon বা Mi 6 Lite Edition হতে পারে. এর সঙ্গে কম দামের লাইট ভেরিয়ান্টটিতে স্ন্যাপড্র্যাগন 660 প্রসেসারও আছে. Xiaomi Mi 6 Lite ভেরিয়ান্টের দাম 1999 Yuan হবে যা ভারতীয় টাকায় দাম Rs.18,597. এটিকে জুন মাসের কোন এক শুক্রবার আনা হতে পারে.

আমরা সবাই জানি যে কোয়াল্কম 9 মে একটি মিড-রেঞ্জ স্ন্যাপড্র্যাগন 660 প্রসেসার আনতে পারে. এই চিপস্টেকটিতে 8 কোর থাকবে, এর ক্লক স্পিড 2.3GHz হবে.

আরো দেখুন: Google Pixel আর Pixel XL এর ওপর পাওয়া যাচ্ছে Rs 13,000’র বিশাল ক্যাশব্যাক

গুজব অনুসারে, এই নতুন ভেরিয়ান্টটিতেও Xiaomi Mi 6 এর মতন স্পেকস থাকবে. তবে নতুন লাইট ভেরিয়ান্টে স্ন্যাপড্র্যাগন 660 চিপস্টিক থাকবে, সেখানে Mi 6 এ স্ন্যাপড্র্যাগন 835 প্রসেসার থাকবে. তবে সম্প্রতি সামনে আসা কিছু রিপোর্টে বলা হয়েছে যে, Mi 6 ভারতে লঞ্চ হবেনা.

বলে রাখি যে, Xiaomi Mi 6 ফোনটিতে 5.15 ইঞ্চির ফুল 1080p ডিসপ্লে আছে. এতে ফ্রন্ট আর ব্যাকে গ্লাসের ব্যবহার করা হয়েছে. এটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835 64-বিট অক্টা-কোর প্রসেসার যুক্ত. তবে এর স্পিড 1.45GHz, এটিতে অ্যাড্রিনো 540 GPU আছে. এর সঙ্গে এতে 6GB র্যামের সঙ্গে 64GB/128GB’র ইন্টারনাল স্টোরেজের অপশন আছে. এটিতে অ্যান্ড্রয়েড 7.1.1 নৌগাট অপারেটিং সিস্টেমের MIUI 8 ও আছে. এটির ব্যাটারি 3350mAh. এতে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ আছে, দুটি ক্যামেরাই 12 মেগাপিক্সালের. এটিতে 8 মেগাপিক্সালের ফ্রন্ট ফেসিং ক্যামেরাও দেওয়া হয়েছে.

আরো দেখুন: Xiaomi Redmi 4X স্মার্টফোন 4GB র্যামের সঙ্গে চিনে লঞ্চ হয়েছে

আরো দেখুন: Jio’র নতুন কামাল..!! অর্দ্ধেক দামে দিচ্ছে JioFi

সোর্স:

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo