Xiaomi Mi 6 স্মার্টফোন আজ লঞ্চ হবে

Updated on 19-Apr-2017
HIGHLIGHTS

এটি IP68 সার্টিফিকেট প্রাপ্ত হবে, যা একে ডাস্ট আর ওয়াটার রেজিস্টেন্স করবে

Xiaomi Mi 6 স্মার্টফোন আজ লঞ্চ করা হবে. এর জন্য কোম্পানি আজ বেজিং এ একটি ইভেন্টের আয়োজন করেছে. এই ইভেন্টে Xiaomi Mi 6  স্মার্টফোনের সঙ্গে Xiaomi Mi 6 Plus আর Mi Max 2 কেও লঞ্চ করা হতে পারে. সম্প্রতি Xiaomi Mi 6 এর একটি নতুন টিজার সামনে এসেছিল. এই নতুন টিজার থেকে জানা গেছিল যে, Mi 6 এ 6GB র্যাম থাকবে.

আগেও এই স্মার্টফোনের ব্যাপারে অনেক খবর সামনে এসেছে. পাওয়া খবর অনুসারে Mi 6 এ একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে, যা ফোনের সামনের দিকে থাকতে পারে. এটি IP68 সার্টিফিকেট প্রাপ্ত, যা একে ডাস্ট আর ওয়াটার রেজিস্টেন্স করেছে. এছাড়া এতে USB টাইপ C পোর্টও থাকতে পারে.

আরো দেখুন: সিগন্যাল পাওয়ার ক্ষেত্রে জিও সবার ওপরে

Xiaomi Mi 6 এটি অ্যান্ড্রয়েড 7.1.1 অপারেটিং সিস্টেমে কাজ করবে. এতে একটি ডুয়াল কর্ড এজ ডিসপ্লে থাকতে পারে. এছাড়া এতে 64GB আর 128GB স্টোরেজ এর অপশন থাকার সম্ভাবনাও আছে. ক্যামেরার ক্ষেত্রে এতে 12MPর ডুয়াল রেয়ার ক্যামেরা 4K ভিডিও রেকর্ডিং সাপোর্টের সঙ্গে থাকবে.

আরো দেখুন: অ্যান্ডি রুবিন এর Essential স্মার্টফোন খুব তাড়াতাড়ি লঞ্চ হবে

আরো দেখুন: Panasonic Eluga Ray Max, Eluga Ray X এর ভারতে সেল শুরু

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India!

Connect On :