Xiaomi Mi 6 Ceramic Edition এর সেল শুরু হয়ে গেছে

Xiaomi Mi 6 Ceramic Edition এর সেল শুরু হয়ে গেছে
HIGHLIGHTS

আগে এই স্মার্টফোনটির সেল 10 মে থেকে শুরু হওয়ার কথা ছিল

Xiaomi Mi 6 Ceramic Edition এর সেল শুরু হয়েগেছে। চিনে গতকাল সকাল 10 টা থেকে এর সেল শুরু হয়েছে। আগে এই স্মার্টফোনটির সেল 10 মে থেকে শুরু হওয়ার কথা ছিল।

বলা হচ্ছে যে, প্রোডাকশান জনিত সমস্যার জন্য এই স্মার্টফোনটির সেল 10 মে থেকে শুরু করা যায়নি। Xiaomi Mi 6 Ceramic Edition এ 6GB র‍্যাম ছিল। এই ডিভাইসের ইন্টারনাল স্টোরেজ 128GB।

Xiaomi Mi 6 Ceramic Edition এ চারদিকে 3D গ্লাস ডিজাইন আছে। এই ডিভাইসে 5.15 ইঞ্চির ফুল HD ডিসপ্লে আছে। এই ডিভাইসে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835 64 বিট অক্টা-কোর প্রসেসার আছে।

আরও দেখুনঃ Nubia Z 17, 1 জুন লঞ্চ হবে

এই ডিভাইসে 6GB র‍্যাম আছে। এই ডিভাইসের ইন্টারনাল স্টোরেজ 128GB। এই ডিভাইসে অ্যান্ড্রয়েড 7.1.1  নৌগাট অপারেটিং সিস্টেম আছে। এই ডিভাইসটিতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও আছে।

এছাড়া এই ডিভাইসে 3350mAh এর ব্যাটারি আছে। এই ডিভাইসের ফ্রন্টে 8 মেগাপিক্সালের ক্যামেরা আছে। এছাড়া এই ডিভাইসে রেয়ার ক্যামেরা সেটআপও আছে। এই সেটআপে দুটি 12  মেগাপিক্সালের ক্যামেরা আছে।

কানেক্টিভিটির জন্য এই ডিভাইসে 4G VoLTE, WiFi (802.11 a/b/g/n), Bluetooth 4.2, GPS/ A-GLONASS, NFC আর ইউএসবি টাইপ সি পোর্ট আছে।

আরও দেখুনঃ Meizu M5C এসে গেল, 3000mAh ব্যাটারির সঙ্গে

আরও দেখুনঃ Samsung নিয়ে আসবে বিশ্বের প্রথম OLED ডিসপ্লে

সোর্সঃ

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo