Xiaomi Mi 6 এর এই ভেরিয়েন্টটি আগে চিনের বাজারে পাওয়া যাবে আর 11 নভেম্বর থেকে কিনতে পাওয়া যাবে
এই বছর এপ্রিলে লঞ্চ হওয়া Xiaomi Mi 6 ফোনটি শুধু 6GB র্যাম ভেরিয়েন্টে পাওয়া যেত। এবার কোম্পানি অফিসিয়ালি তাদের এই ফ্ল্যাগশিপ ডিভাইসটির 4GB র্যাম ভেরিয়েন্টটি লঞ্চ করেছে।
এই ভেরিয়েন্টটি 64GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত আর এর দাম CNY 2,299 প্রায় $350 হবে। আর Xiaomi Mi 6 এর এই ভেরিয়েন্টটি সবার আগে চিনের বাজারে পাওয়া যাবে আর এটি 11 নভেম্বর থেকে কিনতে পাওয়া যাবে।
Xiaomi Mi 6 ফোনটিতে ফুল HD (1080p) ডিসপ্লে আছে। এই স্মার্টফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835 64 বিট অক্টা-কোর প্রসেসার, অ্যাড্রিনো 540 GPU, 4GB র্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ আছে। এই স্মার্টফোনটি MIUI 8 এর সঙ্গে অ্যান্ড্রয়েড 7.1.1 নৌগাট অপারেটিং সিস্টেমে চলে। এই ডিভাইসটিতে একটি ফ্রন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যনার আছে।
ক্যামেরার কথা বললে দেখা যাবে যে এই Mi 6 ফোনটিতে 12 মেগাপিক্সালের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ আছে। এছাড়া এই ফোনটির সেলফি আর ভিডিও কলের জন্য ফ্রন্টে 8 মেগাপিক্সালের ক্যামেরা দেওয়া হয়েছে।