Xiaomi Mi 5X, ডুয়াল রেয়ার ক্যামেরা আর MIUI 9 এর সঙ্গে 26 জুলাই লঞ্চ হবে

Xiaomi Mi 5X, ডুয়াল রেয়ার ক্যামেরা আর MIUI 9 এর সঙ্গে 26 জুলাই লঞ্চ হবে
HIGHLIGHTS

Xiaomi Mi 5X স্মার্টফোনটিতে MIUI 9 থাকবে

সম্প্রতি Xiaomi Mi 5X এর বিষয়ে কিছু খবর পাওয়া গেছিল, এবার কোম্পানি অফিসিয়ালি নননিয়েছে যে 26 জুলাই  Xiaomi Mi 5X নিয়ে আসা হবে।

আরও ভাল ডিলস এখানে দেখুন  
সাওমি তাদের একটি টিজার দিয়েছে, এই ইমেজে জনপ্রিয় অভিনেতা ক্রিস বু এর সঙ্গে একটি ডিভাইস দেখা গেছে। এই ইমেজে ফোনের রেয়ার ক্যামেরা দেখা গেছে, যা থেকে জানা গেছে যে এই ফোনটিতে ডুয়াল রেয়ার ক্যামেরা আছে। রেয়ার অংশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও দেওয়া হয়েছে। এর সঙ্গে এও বলা হয়েছে যে এই ফোনটি MIUI 9 এর ওপর কাজ করে।

এর আগের পাওয়া খবর অনুসারে, এই ফোনটির দাম 1999 Yuan (প্রায় Rs 19,000) হবে আর এর প্রতিযোগিতা ওপ্পো আর ভিভোর মতন ব্র্যান্ডের সঙ্গে হবে।

এই ডিভাইসে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 625 প্রসেসারের সঙ্গে 4GB র‍্যাম থাকবে। এর আগে খবর পাওয়া গেছিল যে এই ফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 প্রসেসার যুক্ত হবে। 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo