Xiaomi Mi 5X স্মার্টফোনটি 26 জুলাই লঞ্চ হতে পারে, কোম্পানি এই খবরটির সত্যতা স্বীকার করেছে। এবার খবর পাওয়া গেছে যে প্রথম সেলের জন্য এখনও অব্দি এই ফোনটির 200,000গুলি রেজিস্ট্রেশান করা হয়েছে। শুধু 24 ঘন্টার মধ্যেই এর জন্য 200,000 জন রেজিস্ট্রেশন করেছেন।
এটি বেশ অবাক করার মতন ঘটনা কারন এখনও অব্দি কোম্পানি এই ফোনটির বিষয়ে তেমন কোন খবর দেয়ানি। কিন্তু তাও এত কম সময়ের মধ্যে এত জন মানুষ এই ফোনটির জন্য রেজিস্ট্রেশান করেছে।
এর আগের পাওয়া খবর অনুসারে, এই ফোনটির দাম 1999 Yuan(প্রায় Rs 19,000) হবে আর এই ফোনটির প্রতিযোগিতা হবে ওপ্পো আর ভিভোর সঙ্গে।
এই ডিভাইসটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 625 প্রসেসারের সঙ্গে 4GB র্যামও থাকবে। এর আগে খবর পাওয়া গেছিল যে এই ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 প্রসেসার থাকবে।