digit zero1 awards

Xiaomi Mi 5X ফোনটি চিনে MIUI 9 এর আপডেট পাচ্ছে

Xiaomi Mi 5X ফোনটি চিনে MIUI 9 এর আপডেট পাচ্ছে
HIGHLIGHTS

Xiaomi Mi 5X ফোনটিতে 5.50 ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লে যুক্ত যার রেজিলিউশান 1080X1920 পিক্সাল

সাওমির নতুন ডিভাইস Mi 5X সম্প্রতি MIUI 9 এর আপডেট পাওয়া শুরু করেছে। Mi 5X এর লেটেস্ট ডিভাইস যাতে লেটেস্ট অপারেটিং সিস্টেমের ভার্শান পাওয়া যাচ্ছে। এই আপডেটটি এখন শুধু চিনের ইউনিটে পাওয়া যাচ্ছে।            

এখনও এটা জানা যায়নি যে চিন ছাড়া অন্য দেশে Mi 5X এর এই আপডেট পাওয়া শুরু করবে কিনা। এমন মনে হচ্ছে না যে MIUI এর এই আপডেট সেভাবে করা হচ্ছে। আর এই ডিভাইসের এই আপডেট লিস্টিং এও দেখা যায়নি।

চিনের Mi 5X এর যে সমস্ত ইউজার্সরা এখনও অব্দি এই আপডেট পান নি তাদের আগামী দিনে পপ আপ নোটিফিকেশানের জন্য অপেক্ষা করতে হবে।

Xiaomi Mi 5X ফোনটিতে 5.50 ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লে আছে যার রেজিলিউশান 1080X1920 পিক্সাল আর এই স্মার্টফোনটিতে অক্টা-কোর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 625 প্রসেসার, 4GB র‍্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত যে স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 128GB  অব্দি বাড়ানো যায়।

সোর্সঃ 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo