Xiaomi Mi 5X এর স্পেক্স লিক হল

Updated on 18-Jul-2017
HIGHLIGHTS

এই লিক পেস্টারের মাধ্যমে Xiaomi Mi 5X এর কিছু প্রধান স্পেক্স সামনে এসছে

অনুমান করা হচ্ছে যে সাওমি একটি মিড রেঞ্জ স্মার্টফোনের ওপর কাজ করছে। এই ফোনটিকে Xiaomi Mi 5X নাম দেওয়া হবে। এবার এই ফোনের কিছু স্পেক্স সামনে এল।

এই পেস্টারের মাধ্যমে এই ফোনটির কিছু প্রধান স্পেসিফিকেশন সামনে এসেছে। এর সঙ্গে এর দামের বিষয়েও খবর পাওয়া গেছে।

আরও ভাল ডিলস এখানে দেখুন  

এই লিক অনুসারে, এই ফোনটি 5.5-ইঞ্চির ফুল HD ডিসপ্লে যুক্ত হবে। এই ডিসপ্লের রেজিলিউশন 1920×1080 পিক্সাল। এই ফোনটির দাম 1999 Yuan (প্রায় Rs 19,000) হবে।

এর সঙ্গে এও জানা গেছে যে এই ফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 625 প্রসেসার আর 4GB র‍্যাম যুক্ত হবে।

সোর্সঃ 

Connect On :