সাওমি Mi 5C এর সম্পর্কে আবার এলো একটি নতুন গুজব, আগামী মাসে হতে পারে লঞ্চ

Updated on 27-Jan-2017
HIGHLIGHTS

Mi 5C মধ্যে 5V/2A পাওয়ার অ্যাডাপ্টারের বিদ্যমান থাকবে, যার মানে হল যে এই ফোন দ্রুত চার্জিং প্রযুক্তি দিয়ে সজ্জিত করা হবে না.

আরও এক ধামাকা। সাওমি নোট 3, সাওমি নোট 4 এর আকাশছোঁয়া সাফল্যের পর এবার বাজারে আসতে চলেছে সাওমি Mi 5C। চিনে এই স্মার্টফোন লঞ্চ হতে পারে আগামী মাসেই। আর চিনের বাজারে সুখ্যাতি অর্জনের পরই ভারতে আসবে 'চাইনিজ অ্যাপেল' সাওমি Mi 5C। গত বছর থেকেই এই অত্যাধুনিক স্মার্টফোন নিয়ে আলোচনা চলছিল, এবার সাওমি’র এই আপ কামিং মডেল আলোড়ন সৃষ্টি করার জন্য তৈরি।

আরও দেখুন : নিউ সাউন্ডটচ 300 সাউন্ড বার সর্বোচ্চ স্থানিক অডিও'র সঙ্গে বাজারে উপস্থিত বোস সাউন্ডটচ 300

৫.৫ ইঞ্চের স্মার্টফোন পুরোটাই মোড়া থাকবে ২.৫ডি কার্ভড গ্লাসে। ৩ জিবি RAM, ৬৪ জিবি ইন্টারন্যাল স্টোরেজ সহ ডুয়াল ক্যামেরা থাকবে সাওমি Mi 5 স্মার্টফোনে, যার ব্যাক ক্যামেরা ১২ মেগাপিক্সেল আর ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল। সাওমি'র নিজস্ব পাইনকোন প্রসেসর সহ অ্যান্ড্রয়েড মার্শম্যালো থাকবে এই অত্যাধুনিক স্মার্টফোনে।

আরও দেখুন : লেনোভো K6 পাওয়ার এর 4GB ভেরিয়েন্ট ভারতে লঞ্চ

আরও দেখুন : এবার দিনে 10 GB ডাউনলোড করতে পারবেন জিও থেকে?

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India!

Connect On :