Xiaomi MBT6A5 4GB র্যাম আর ডেকা কোর প্রসেসারের সঙ্গে লঞ্চ হবে

Xiaomi MBT6A5 4GB র্যাম আর ডেকা কোর প্রসেসারের সঙ্গে লঞ্চ হবে
HIGHLIGHTS

এই স্মার্টফোনে 4GB র্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ আছে যা 128GB অব্দি বাড়ানো যাবে

রিপোর্ট অনুসারে এই স্মার্টফোন Xiaomi Redmi Note 4X এর আপগ্রেটেড ভেরিয়ান্ট. এই ফোনটি একটি চিনা ওয়েবসাইট TENAA তে স্টক করা হয়েছে. এই ওয়েবসাইটে শুধু এই ডিভাইসের স্পেসিফিকেশনই বলা হয়েছে টা নয় সঙ্গে এর ছবিও দেওয়া হয়েছে.

আমেজান থেকে 6,999 টাকায় কিনুন Xiaomi Redmi 3S (Silver, 16GB)

TENAA এর লিস্টিং অনুসারে এই ডিভাইসে 5.5 ইঞ্চি ফুল HD ডিসপ্লে 1920 × 1080  রেজিলিউশন যুক্ত. এই ডিভাইসে 2GHz ডেকা কোর প্রসেসার আছে. এই স্মার্টফোনটিতে 4GB র্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ আছে যা 128GB অব্দি বাড়ানো যাবে.   

এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড 6.0 মার্শমেলো অপারেটিং সিস্টেমে কাজ করে, এছাড়া এই ডিভাইসে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও আছে যা স্মার্টফোনের ব্যাক প্যানেলে ইনবেন্ড আছে. এই ডিভাইসে LED ফ্ল্যাশের সঙ্গে 13 মেগাপিক্সাল রেয়ার ক্যামেরা আছে.

এই ডিভাইসের ফ্রন্টক্যামেরাটি 5 মেগাপিক্সালের. এই ডিভাইসে পাওয়ারফুল 4000mAh ব্যাটারি আছে. এছাড়া এই ডিভাইসে ডুয়াল সিম সল্ট, 4GVoLTE, ব্লুটুথ, GPS, ওয়াইফাই আর একটি মাইক্রো ইউএসবি পোর্ট আছে. এই ফোনটি সিলভার, হোয়াইট, ব্ল্যাক, পিঙ্ক রঙের ভেরিয়ান্টে পাওয়া যাবে.

আমেজান থেকে 6,999 টাকায় কিনুন Xiaomi Redmi 3S (Silver, 16GB)

আমেজান থেকে 9,999 টাকায় কিনুন Xiaomi Redmi 3S Prime (Gold, 32GB)

ছবির সোর্স: 

 

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo