Xiaomi Mi Max 2 এর মেট ব্ল্যাক ভেরিয়েন্টটি এসে গেল

Xiaomi Mi Max 2 এর মেট ব্ল্যাক ভেরিয়েন্টটি এসে গেল
HIGHLIGHTS

এই স্মার্টফোনটি 2GHz অক্টা-কোর স্ন্যাপড্র্যাগন 625 প্রসেসার যুক্ত আর এতে অ্যাড্রিনো 506 GPUও আছে

সাওমি গত মাসে চিনে Xiaomi Mi Max 2  এর গোল্ড ভেরিয়েন্টটি এনেছিল। এবার কোম্পানি Xiaomi Mi Max 2 এর মেট ব্ল্যাক ভেরিয়েন্টটি নিয়ে এসেছে। আপাতত এই নতুন ভেরিয়েন্টটি হংকং এ আনা হয়েছে।

Xiaomi Mi Max 2 ফোনটিতে ফুল মেটাল বডি দেওয়া হয়েছে। এর সঙ্গে এটি 6.4-ইঞ্চির ফুল HD 2.5D কার্ভড গ্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের রেজিলিউশন 1920×1080 পিক্সাল। এটি 2GHz অক্টা-কোর স্ন্যাপড্র্যাগন 625 প্রসেসার আর অ্যাড্রিনো 506GPU যুক্ত। এতে 4GB র‍্যাম আর 64GB/128GB ইন্টারনাল স্টোরেজের অপশন দেওয়া হয়েছে।

Xiaomi Mi Max 2 তে 12 মেগাপিক্সালের সোনি IMX386 রেয়ার সেন্সার f/2.2 অ্যাপার্চার, 1.25 মাইক্রোন আর ফেস ডিটেকশান অটোফোকাস দেওয়া হয়েছে। এর সঙ্গে এতে 5 মেগাপিক্সালের ফ্রন্ট ফেসিং ক্যামেরা f/2.0 অ্যাপার্চার আর 85 ডিগ্রী ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের সঙ্গে আছে। রেয়ার ক্যামেরার সঙ্গে ডুয়াল LED ফ্ল্যাশও দেওয়া হয়েছে। এতে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও আছে। এটি USB টাইপ C পোর্ট যুক্ত। এতে IR ব্লাস্টারও দেওয়া হয়েছে। যা ইউনিভার্সাল রিমোটের মতন ব্যবহার করা যাবে।

এই ফোনটি অ্যান্ড্রয়েড 7.1.1 নৌগাটের MIUI 8 তে কাজ করে। এতে  5300mAh এর ব্যাটারি আছে। এটি হাইব্রিড ডুয়াল সিম, 4G VoLTE, ওয়াই-ফাই, GPS + GLONASS, ব্লুটুথ 4.2, NFC, USB টাইপ C  এর মতন কানেক্টিভিটি ফিচার্স আছে। এর সাইজ 174.1 x 88.7 x 7.6mm আর এর ওজন 211 গ্রাম।

সোর্সঃ

ইমেজ সোর্সঃ  

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo