কনর্ফাম! 10 হাজার টাকার কমে এই মাসেই লঞ্চ হবে Redmi 5G স্মার্টফোন, থাকবে 50MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি

কনর্ফাম! 10 হাজার টাকার কমে এই মাসেই লঞ্চ হবে Redmi 5G স্মার্টফোন, থাকবে 50MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি
HIGHLIGHTS

আপনি যদি 10 হাজার টাকার কম দামে একটি ভাল 5G Smartphone কিনতে চান তবে সুখবর রয়েছে

Xiaomi এর সাব-কোম্পানি রেডমি এই মাসেই তার নতুন বাজেট ফোন Redmi A4 5G লঞ্চ করতে চলেছে

রেডমি A4 5G ফোনের 4G RAM+128GB স্টোরেজ মডেলের দাম 10,000 টাকার কম হবে

আপনি যদি 10 হাজার টাকার কম দামে একটি ভাল 5G Smartphone কিনতে চান তবে সুখবর রয়েছে। Xiaomi এর সাব-কোম্পানি রেডমি এই মাসেই তার নতুন বাজেট ফোন Redmi A4 5G লঞ্চ করতে চলেছে। একটি রিপোর্টে বলা হয়েছে যে কোম্পানি এই মাসের ভারতে রেডমি এ4 5জি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। বলে দি যে কোম্পানি গত মাসে ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস (IMC 2024) ইভেন্টে স্মার্টফোনের ডিজাইন প্রকাশ করেছে। আসুন জেনে নেওয়া যাক রেডমি এ4 5জি ফোনটি কেমন হবে এবং দাম কত হবে।

শাওমি CMO অনুজ শর্মা একজন ওয়েবসাইট কে জানিয়েছে যে রেডমি এ4 5জি ফোন লঞ্চের পর কোম্পানি দেশে Redmi Note 14 Series আনা প্রস্তুতি নেবে।

আরও পড়ুন: 50MP Sony IMX920 ক্যামেরা শক্তিশালী গেমিং iQOO 5G ফোনে 3000 টাকার ছাড়

Redmi A4 5G ফোনের দাম কত হবে

Redmi A4 5G Launch confirm

বলে দি যে আপকামিং রেডমি এ4 5জি ফোনটি কোম্পানির পুরনো Redmi A3 ফোনের সাক্সেসর হিসেবে আসবে। স্মার্টপ্রিক্স এর একটি রিপোর্ট অনুযায়ী, রেডমি A4 5G ফোনের 4G RAM+128GB স্টোরেজ মডেলের দাম 10,000 টাকার কম হবে।

রেডমি এ4 5জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী থাকবে

রেডমি এ4 একটি 5G ডিভাইস হবে। ফোনে 6.7-ইঞ্চি HD+ 90Hz LCD থাকতে পারে। এই ফোনটি Snapdragon 4s Gen 2 চিপসেট সহ আসবে। নতুন চিপ Cortex A78 এর ব্যবহার করে।

ফটোগ্রাফির ক্ষেত্রে রেডমি ফোনে 50MP মেইন ক্যামেরা এবং একটি সেকেন্ডারি শুটার থাকবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনে 8MP সেন্সর থাকতে পারে। পাওয়ার দিতে ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হবে। রেডমি এ3 ফোনে 10W এডাপ্টার থেকে চার্জিং স্পিড বাড়িয়ে 18W পর্যন্ত করা যাবে।

বলে দি যে এই সমস্ত ফিচার এবং স্পেসিফিকেশন লিক এক উপর ভিত্তি করা। এখনও কোম্পানির তরফে আপকামিং রেডমি ফোনে ফিচার সম্পর্কে কিছু নিশ্চিত করা হয়েনি।

আরও পড়ুন: Realme GT 7 Pro vs iQOO 13: স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর সহ দুটি সস্তা ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি সেরা?

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo