Xiaomi Redmi Note 4 এর জায়গা নিতে খুব তাড়াতাড়ি বাজারে আসছে Redmi Note 5

Updated on 20-Nov-2017
HIGHLIGHTS

Redmi Note 5 ফোনটিতে 18:9 ডিসপ্লে থাকতে পারে আর এই স্মার্টফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ হবে, টিজ করা হয়েছে যে এই ডিভাইসটি একটি নতুন মডেলও হতে পারে যা বিশেষভাবে ভারতের গ্রামীন অংশকে টার্গেট করবে

Xiaomi VP আর ম্যানেজিং ডাইরেক্টার (ভারত) মনু জৈন টুইট করেছে, “‘i’ ইস কামিং সুন! এনি গেস হোয়াট ইস দিস” ইন্টারনেটে পাওয়া কিছু ছবি অনুসারে এটি Redmi Note 5 হতে পারে। কিছু বিষয়ে খেয়াল রেখে এও বলা হচ্ছে যে এই ডিভাইসটি বিশেষ ভাবে ভারতীয় গ্রামাঞ্চলকে টার্গেট বানানো হচ্ছে।

"i" is coming soon!

Any guesses what is this?

Connect On :