ভারতীয় মুদ্রার দাম কমা আর ইনপুট কস্টের দাম বারার ফ্লে চিনের স্মার্টফোন তৈরির কোম্পানি সাওমি গত শনিবার জানিয়েছে যে তাদের বাজেট স্মার্টফোন Redmi 6 আর Redmi 6A র সঙ্গে Mi Poerbank 2i আর Mi TV 932ইঞ্চির আর 49 ইঞ্চির প্রো ভেরিয়েন্ট) য়ের দাম বেড়েছে সাওমি তদের জিনিসের মুলু বৃদ্ধির বিষয়ে Realme C1 আর Relame 2 ফোনের দাম বৃদ্ধির পরে জানিয়েছে। সেপ্টেম্বর মাসে সাওমি তাদের Redmi 6 সিরিজের ফোন লঞ্চ করেছিল আর এই ডিভাইসটি বাজেট সেগমেন্টের ফোন হিসাবে এসেছে। আর এই ফোনের দামের পরিবর্তনের বিষয়েটি একাবার দেখে নেওয়া যাক। Redmi 6A ফোনটির 2GB র্যাম আর 16GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 600 টাকা বেশি দামে বিক্রি করা হচ্ছে আর সেখানে এর 2GB র্যাম আর 32GB ভেরিয়েন্ট 7,499 টাকায় বিক্রি করা হচ্ছে। Redmi 6 ফোনটির বেস ভেরিয়েন্টের দাম 500 টাকা বেড়েছে আর ফোনটির দাম হয়েছে 8,499 টাকা।
সাওমি ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট আর সাওমির গ্লোবাল আর ম্যানাজিং ডায়রেক্টার Manu Jain টুইটে লিখেছেন যে, “ MI ফ্যান্স! বছরের প্রথম থেকে এখনও পর্যন্ত INR য়ে INR ডলারের তুলনায় 15% পর্যন্ত নিচে নেমেছে আর এর ফ্লস্বরূপ ইনপুট ক্সট বেড়েছে। আমরা Redmi 6, Redmi 6A, Mi Powerbank 2i আর Mi TV(32 প্রো আর 49 ইঞ্চি প্রো) র দাম পরিবর্তন করেছি”।
Redmi 6 আর Redmi 6A র সঙ্গে সাওমি তাদের নতুন Mi LED TV র দামও বাড়িয়েছে। Mi LED TV 4C Pro 32ইঞ্চি আর Mi LED TV 4A Pro 49 ইঞ্চির দাম যথাক্রমে 15,999 টাকা আর 31,999 টাকা করা হয়েছে আর এদের দাম আগে ছিল 13,999 টাকা আর 29,999 টাকা। আর আমরা সবার শেষে এবার সাওমির 10,000 mAh য়ের Mi Power Bank 2i য়ের দামের বিষয়ে বলব এর দাম 100 টাকা বেড়ে এবার 899 টাকা হয়েছে।