Xiaomi Chiron ফোনটিতে 6-ইঞ্চির ডিসপ্লে আর 8GB র্যাম থাকবে
এই ফোনটিতে Samsung Galaxy S8 এর মতন ডিসপ্লে থাকবে
Xiaomi Chiron এর বিষয়ে একটি নতুন খবর সামনে এসেছে। অনুমান করা হচ্ছে যে এই ফোনটি আগামী কয়েক মাসের মধ্যেই লঞ্চ হবে।
পাওয়া খবর অনুসারে, Xiaomi Chiron ফোনটিতে 6-ইঞ্চির ডিসপ্লে থাকবে, এই ডিসপ্লের রেজিলিউশন 2160 x 1080 পিক্সাল হবে। এই ডিসপ্লের ওপর 2.5D কার্ভড গ্লাস থাকবে।
এবার এই স্মার্টফোনটির একটি ছবি অনলাইনে লিক হয়েছে আর সেই লিক হওয়া ছবি থেকে জানা গেছে যে এই ফোনটি খুবই পাতলা এডজ যুক্ত হবে। এই ফোনটিতে Samsung Galaxy S8 এর মতন ডিসপ্লে থাকবে। এই লিক থেকে এও জানা গেছে যে এই ফোনটি 25 জুলাই লঞ্চ হতে পারে।
এই লিক থেকে এও জানা গেছে যে, Xiaomi Chiron ফোনটিতে 6GB র্যাম আর 128GB’র ইন্টারনাল স্টোরেজ থাকবে। এটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835 প্রসেসার যুক্ত হবে। এই ফোনটির একটি আরও শক্তিশালী ভেরিয়েন্টও আনা হবে যাতে 8GB র্যাম আর 256GB’র ইন্টারনাল স্টোরেজ থাকবে। এই ফোনটিতে 12MP’র ডুয়াল ক্যামেরা সেটআপও থাকবে। এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা 8MP’র হবে।