চিনে XIAOMI MI CC9 আর MI CC9 লঞ্চ হয়েছে ফোনটির প্রাথমিক দাম 13,000 টাকা

চিনে XIAOMI MI CC9 আর MI CC9 লঞ্চ হয়েছে ফোনটির প্রাথমিক দাম 13,000 টাকা
HIGHLIGHTS

দুটি নতুন ফোন চিনে লঞ্চ করল সাওমি

ফোনের প্রাথমিক দাম 13,000 টাকা

সাওমি চিনে তাদের নতুন স্মার্টফোন MI CC9 আর MI CC9e লঞ্চ করেছে। Mi CC9 য়ের দাম 1,799 Yuan(প্রায় 18,000 টাকা) আর সেখানে MI CC9e ফোনের দাম 1,299 Yuan(প্রায় 13,000 টাকা) প্রাথমিক দামে লঞ্চ করা হয়েছে।

MI CC9 ফোনে স্যামসাংয়ের বানানো 6.39 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে যে ফোনের ওপরে একটি ডিউ ড্রপ নচ আছে। আর এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 91% । ডিসপ্লে FHD+ রেজিলিউশানের আর এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে।

এই স্মার্টফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 710 e আর 6GB র‍্যাম দেওয়া হয়েছে। আর এই ফোনে আপনারা 64GB আর 128GB স্টোরেজ পাবেন। 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,799 Yuan(প্রায় 18,000 টাকা) আর এই ফোনের 128GB ভেরিয়েন্টের দাম 1,999 Yuan(প্রায় 20,000 টাকা) রাখা হয়েছে। আর MI CC9 ফোনে আপনারা একটি 4030mAH য়ের ব্যাটারি পাবেন আর এই ফোনটি 18W ফাস্ট চার্জ সাপোর্ট করে। আর এই ফোনে অ্যান্ড্রয়েড 9 পাই নির্ভর MIUI 10 আছে।

আর এই ফোনের ক্যামেরার বিষয়ে যদি বলা হয় তবে এই ফোনে 48MP প্রাইমারি ক্যামেরা আছে আর এই ফোনে 8MP র ক্যামেরা আর একটি 2MP র ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটি AI ডিটেকটেড নাইট মোড যুক্ত।

সেলফি ক্যামেরাতে এই ফোনে একটি 32MP র ক্যামেরা দেওয়া হয়েছে আর এই ফনে আপনারা 3.5mm হেডফোন জ্যাকও পাবেন।

MI CC9 ফোনে আপনারা তিনটি কালার অপশান পাবেন আর এই ফোনের কালার গুলি হল হোইয়াট লাভার, ব্লু প্ল্যানেট আর ডার্ক প্রিন্স।

কোম্পানি এর সঙ্গে তাদের MI CCe ফোনটিও এনেছে জা 6.08 ইঞ্চির AMOLED ডিসপ্লে যুক্ত। আর এই ফোনে আপনারা স্ন্যাপড্র্যাগন 665 SoC, আর 4GB/64GB, 6GB/64GB র সঙ্গে 6GB/128GB ভেরিয়েন্ট পাবেন।

Mi CC9 ফোনে একটি 4030mAH য়ের ব্যাটারি আছে আর এই ফোনে আপনারা CC( য়ের মতনই পাবেন।

MI cc9e ফোনের 4GB/64GB ভেরিয়েন্টের দাম 1,299 Yuan(প্রায় 13,000 টাকা) আর এই ফোনের 6GB/64GB র দাম 1,399 Yuan (প্রায় 14,000 টাকা) আর এই ফোনের 6GB/128GB  ভেরিয়েন্টের দাম 1,59 Yuan (প্রায় 16,000 টাকা) রাখা হয়েছে।

Digit.in
Logo
Digit.in
Logo