বিশ্ববাজারে Xiaomi -এর তরফে তাদের নতুন Flagship ফোন সিরিজ Xiaomi 13 সিরিজ লঞ্চ করা হল। 2023 সালের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস শুরু হওয়ার একদিন আগেই এই ফোনটি বিশ্ববাজারে লঞ্চ করে গেল। Xiaomi 13, Xiaomi 13 Pro, Xiaomi 13 Lite, এই তিনটি ফোন আছে এই সিরিজে। এই সিরিজ লঞ্চ ইভেন্টে জানানো হয়েছে যে এই ফোনগুলো তো বটেই, এর সঙ্গে আরও একাধিক ফোনে জলদি MIUI 14 আপডেট মিলতে চলেছে। MIUI 14 আজ দেশে লঞ্চ করল।
27 ফেব্রুয়ারি থেকেই লঞ্চের পর MIUI 14 রোল আউট করার কথা ছিল ভারতে। Xiaomi -এর তরফে আগেই এই কথা প্রকাশ্যে আনা হয়েছিল। জানা গিয়েছে এখন 18টি স্মার্টফোনে এই আপডেট মিলবে যার মধ্যে মূলত হাই এন্ড এবং মিড রেঞ্জের ফোনগুলো আছে। তবে আদতে কবে এই আপডেট রোল আউট করা শুরু হবে সেটা এখনও জানা যায়নি। কিন্তু কোন কোন ফোনে এই আপডেট মিলতে চলেছে দেখে নিন এই প্রতিবেদন থেকে।
Xiaomi 12T Pro, Xiaomi 12T, Xiaomi 12 Pro, Xiaomi 12, Mi 11 Ultra, Mi 11i, Xiaomi 12X, Xiaomi 12 Lite, Xiaomi 11T Pro, Xiaomi 11T, Mi 11, Xiaomi 11 Lite 5G NE, Mi 11 Lite 5G, Mi 11 Lite ফোনগুলোতে এই আপডেট মিলবে। এছাড়া Redmi-র যে যে ফোনে এই আপডেট মিলবে সেগুলো হল Redmi Note 11 Pro+ 5G, Redmi Note 10 Pro, Redmi Note 10, Redmi 10 5G।
Xiaomi -এর তরফে আভাস দেওয়া হয়েছে যে আগামী দিনে আরও একাধিক ফোনে এই আপডেট মিলতে চলেছে। প্রথম ব্যাচের পর সেই ফোনগুলোতে এই আপডেট আসবে। অর্থাৎ চলতি বছরের দ্বিতীয় কোয়ার্টারে সেই আপডেট আসতে পারে বলেই মনে করা হচ্ছে। তবে এটা এখনও জানা যায়নি যে Xiaomi MIUI 14 এবং অ্যান্ড্রয়েড 13 -কে একসঙ্গে আনবে না আলাদা আলাদা।