সাওমির এই স্মার্টফোন গুলি অ্যান্ড্রয়েড নৌগাটের আপডেট পাবে
By
Aparajita Maitra |
Updated on 05-Jul-2017
HIGHLIGHTS
এই লিস্টে Xiaomi Redmi Note 4 এর নাম নেই
গত মাসে Xiaomi Mi Max অ্যান্ড্রয়েড 7.0’র নৌগাটের MIUI বিটা আপডেট পেয়েছিল। এবার কোম্পানি একটি স্মার্টফোনের লিস্ট তৈরি করেছে যেগুলি তাড়াতাড়ি অ্যান্ড্রয়েড নৌগাটের আপডেট পাবে। এই লিস্টে মোট 14টি সাওমি ডিভাইস আছে। এই লিস্টে Redmi Note 4 এর নাম নেই।
সাওমির এই তালিকায় Xiaomi Redmi 4X, Xiaomi Mi Max, Mi Note 2, Redmi Note 4X, Mi MIX, Mi 5, Mi 5s, and Mi 5s Plus এর নাম আছে।
এর সঙ্গে Xiaomi Mi 6, Mi Max 2, Mi 5c আর Redmi 4X ও অ্যান্ড্রয়েড 7.1 নৌগাটের আপডেট পাবে। তবে এই তালিকায় Redmi Note 4 এর নাম নেই।
আরও দেখুনঃ Xiaomi Redmi Note 5 এর স্পেক্স লিক হল