গত মাসে, চীনা স্মার্টফোন কোম্পানি Xiaomi চীনের বাজারে Xiaomi 15 and Xiaomi 15 Pro লঞ্চ করেছে। এখন কোম্পানি এই সিরিজের আওতায় Xiaomi 15 Ultra আনতে চলেছে। শাওমি 15 আল্ট্রা ফোনটি তার ক্যামেরার জন্য অনেক চর্চায় রয়েছে। চীনা স্মার্টফোন কোম্পানি তার ফ্ল্যাগশিপ ফোনে ক্যামেরার দিকে বিশেষভাবে ফোকাস করছে।
শাওমি 15 আল্ট্রা ফোনটি এই সিরিজের সবচেয়ে শক্তিশালী হতে পারে। আগামী বছর লঞ্চ হতে চলেছে এই ফোন। বলা হচ্ছে যে ফটোগ্রাফির দিক থেকে এটি এখন পর্যন্ত কোম্পানির সেরা স্মার্টফোন। ফোনে কোয়াড ক্যামেরা দেখা যাবে যাতে 50MP মেইন সেন্সর থাকবে। এখন এই ফোনের ডিজাইন ফাঁস হয়েছে। এখান থেকে কী তথ্য বেরিয়ে এসেছে আসুন জেনে নেওয়া যাক।
আরও পড়ুন: সবচেয়ে ব্রাইট ডিসপ্লে এবং 32MP সেলফি ক্যামেরা সহ নতুন Realme ফোন হল 6000 টাকা সস্তা
শাওমি 15 আল্ট্রা ফ্ল্যাগশিপ ফোনের ডিজাইন লঞ্চের আগেই লিক হয় গেছে। ফোনের ক্যামেরা ডিপার্টমেন্ট নিয়ে চর্চা রয়েছে যে 50MP মেইন সেন্সর 23mm ফোকল লেন্থ সহ আসবে। এতে দ্বিতীয় সেন্সর 50MP ISOCELL JN5 সেন্সর হবে যা আল্ট্রাওয়াইড শট থাকবে। তৃতীয় লেন্স 50MP পেরিস্কোপ শুটার হবে যা 3x জুম সাপোর্ট করবে। শুধু তাই নয়, একটি সেন্সর 200MP হবে যেতে 4.3X অপটিকাল জুম ফিচার থাকবে।
ফিচারের কথা বললে, লিক থেকে শাওমি 15 আল্ট্রা ফোনের স্পেক্স প্রকাশ হয়েছে। ফোনে 6.7-ইঞ্চির 120Hz LTPO OLED ডিসপ্লে হবে। এতে মাইক্রো কার্ভ এজ ডিজাইন দেখা যেতে পারে। ডিসপ্লেতে আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকতে পারে।
পারফরম্যান্সের ক্ষেত্রে ফোনটি Snapdragon 8 Elite চিপসেট সহ আসবে। পাওয়ার দিতে ফোনে 6000mAh ব্যাটারি দেওয়া হবে। যার সাথে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট এবং 80W ওয়্যারলেস চার্জিং ফিচারও পাওয়া যাবে।
আরও পড়ুন: BSNL এর সস্তা প্ল্যানে কুপোকাত Jio Airtel, 200 টাকার কমে 70 দিনের ভ্যালিডিটি সহ ডেটা কলিং