Xiaomi 14 Specifications Leak: লঞ্চের আগে ছবি ফাঁস, সামনে এল Full Features!

Xiaomi 14 Specifications Leak: লঞ্চের আগে ছবি ফাঁস, সামনে এল Full Features!
HIGHLIGHTS

শাওমি কোম্পানি শীঘ্রই বাজারে নিয়ে আসতে চলেছে Xiaomi 14 Series ফোন

এই সিরিজের আওতায় তিনটি মডেল Xiaomi 14, Xiaomi 14 Pro এবং Xiaomi 14 Ultra লঞ্চ হতে পারে

একটি নতুন লিকে শাওমি 14 ফোনের পোস্টর দেখা গিয়েছে। এখানে ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন ডিটেল পাওয়া গিয়েছে

স্মার্টফোন কোম্পানি Xiaomi তার ফ্ল্যাগশিপ সিরিজে আরেকটি নতুন স্মার্টফোন যোগ করার প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি শীঘ্রই বাজারে নিয়ে আসতে চলেছে Xiaomi 14 Series ফোন। আপকামিং সিরিজটি হবে গত বছরের Xiaomi 13 লাইনআপের আপগ্রেডেড ভার্সন।

শাওমি 14 সিরিজের আওতায় কোম্পানি 14 এবং 14 প্রো মডেল চিনা মার্কেটে আনবে। লিক খবর অনুযায়ী, কোম্পানির এই ফোন 27 অক্টোবর চিনে লঞ্চ করা হবে। তবে অন্য খবর অনুযায়ী, ফোনের টপ মডেল আল্ট্রা আগামী বছর 2024 -এ আসতে পারে। এর মানে এই সিরিজের আওতায় তিনটি মডেল Xiaomi 14, Xiaomi 14 Pro এবং Xiaomi 14 Ultra লঞ্চ হতে পারে।

আরও পড়ুন: 7000 টাকার কম দামে লঞ্চ হল বড় ডিসপ্লে সহ এই সস্তা 4G ফোন, একবার চার্জে 32 দিন পর্যন্ত চলবে ব্যাটারি!

একটি নতুন লিকে শাওমি 14 ফোনের পোস্টর দেখা গিয়েছে। এখানে ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন ডিটেল পাওয়া গিয়েছে। আসুন জেনে নেওয়া যাক কী ফিচার এবং স্পেসিফিকেশন লিক হল।

Xiaomi 14 Leak Poster

শাওমি 14 স্মার্টফোন সম্পর্কে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X সাইটে একটি নতুন লিক পাওয়া গিয়েছে।

লিক হওয়া ছবিতে আপকামিং শাওমি 14 ফোনের সমস্ত স্পেসিফিকেশন পোস্টর দেখা যাচ্ছে।

Xiaomi 14 Leak Specifications

ডিসপ্লের কথা বললে, পোস্টর অনুযায়ী শাওমি 14 ফোনে 6.44-ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। ফোনের ডিসপ্লেতে 1.5K রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট, HDR10+ সাপোর্ট দেওয়া যেতে পারে।

আরও পড়ুন: Amazon GIF 2023 Sale: 6000 টাকার বেশি ছাড়ে কেনা যাবে Oneplus 11 5G ফোন, সঙ্গে বিনামূল্যে মিলবে ইয়ারবাড

প্রসেসরের ক্ষেত্রে ফোনটি শক্তিশালী Snapdragon 8 Gen 3 চিপসেট সহ আসতে পারে, যা 24 অক্টোবর বাজারে আসবে।

Xiaomi 14 Leak Specifications online
Image source: Anvin@ZionsAnvin

RAM এবং স্টোরেজ এর জন্য এই স্মার্টফোনটি LPDDR5x RAM + স্টোরেজ থাকবে।

ক্যামেরার কথা বললে, Xiaomi 14 এর লিক পোস্টর থেকে জানা গিয়েছে যে ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ হতে পারে, যা OIS সাপোর্ট সহ 50MP মেইন সেন্সর, 50MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং 50MP টেলিফটো ক্যামেরা পাওয়া যেতে পারে।

আরও পড়ুন: Samsung Galaxy A05s: 18 অক্টোবর সস্তার ফোন লঞ্চ করবে স্যামসাং, দাম এবং কী স্পেসিফিকেশন থাকবে জানুন

ব্যাটারি ক্ষেত্রে ফোনে পাওয়ার দিতে Xiaomi 14 ফোনে 4860mAh দেওয়া হবে। এতে 90W ওয়্যারড চার্জিং সহ আসতে পারে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo