Xiaomi তার নতুন নম্বর সিরিজের স্মার্টফোনে কাজ করা শুরু করে দিয়েছে। বেশি কিছু দিন ধরেই খবর ছিল যে কোম্পানি তার Upcoming Xiaomi 14 series-এ কাজ করছে। এই সিরিজের আওতায় Xiaomi 14 এবং Xiaomi 14 Pro বাজারে লঞ্চ করা যেতে পারে। সম্প্রতি একটি নতুন লিক আপকামিং Xiaomi 14 সিরিজের লঞ্চ টাইমলাইনও ফাঁস হয়েছে।
লিক খবর অনুযায়ী, শাওমি 14 এবং শাওমি 14 প্রো সহ এই স্মার্টফোন সিরিজটি নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে লঞ্চ হবে।
আরও পড়ুন: Oneplus 12 render Image leak: স্টাইলিশ Design এবং Camera মডিউল সহ নতুন ছবি ফাঁস
সম্প্রতি Weibo-তে টিপস্টার Digital Chat Station এর তরফে আপকামিং Xiaomi 14 সিরিজ সম্পর্কে একটি লিক প্রকাশ করা হয়েছিল। লিকে দাবি করা হয়েছে যে Xiaomi 14 সিরিজটি 11 নভেম্বরের আগে টেক মার্কেটে লঞ্চ করা হবে। আপকামিং সিরিজটি সবার প্রথম চিনের বাজারে এন্ট্রি নেবে, তার পর অন্যান্য দেশের বাজারে আনা হবে।
আপকামিং স্মার্টফোন Xiaomi 14 সিরিজ সম্পর্কে কোম্পানির তরফে কোনো অফিসিয়াল তথ্য দেওয়া হয়েনি। এছাড়া ফোনের কোনও লঞ্চ তারিখও প্রকাশ করা হয়েনি। লিক রিপোর্ট এর মতো, আপকামিং সিরিজের আওতায় Xiaomi 14 এবং Xiaomi 14 Pro স্মার্টফোন লঞ্চ করা যেতে পারে। তবে কোম্পানি এ বিষয় এখনও কিছু নিশ্চিত করেনি।
আরও পড়ুন: Airtel 5G Recharge Plans: সস্তায় Unlimited 5G ডেটা প্ল্যান খুঁজছেন, এই 5 রিচার্জ হবে Best choice
লিক অনুযায়ী, শাওমি 14 সিরিজ ফোনগুলি কোয়ালকম এর সবচেয়ে শক্তিশালী চিপসেট Snapdragon 8 Gen 3 সহ লঞ্চ করা যেতে পারে। বলে দি যে এই কোয়ালকম প্রসেসরটি বাজারে এখনও আনা হয়েনি। খবর অনুযায়ী, এই প্রসেসরটি আগামী 24 অক্টোবর মাসে লঞ্চ করা যেতে পারে।
শাওমি 14 সিরিজের মডেলে 1TB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে।
খবর অনুযায়ী, Xiaomi বিশ্বের প্রথম কোম্পানি হবে যারা Xiaomi 14 সিরিজে Snapdragon 8 Gen 3 ব্যবহার করবে।
Xiaomi 14 এর স্পেসিফিকেশন কথা বললে, ফোনটি 50MP প্রাইমারি ক্যামেরা সহ আসতে পারে। ফোনের প্রাইমারি সেন্সরটি একটি টেলিফটো লেন্সরের সাথে অফার করা হবে।
লিক অনুযায়ী, ফটোগ্রাফির জন্য ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকতে পারে, ফোনের রিয়ার প্যানেলে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সও দেওয়া হবে। স্কয়ার সাইজে আসতে পারে ফোনের ক্যামেরা সেটআপটি, যার সাথে LED Flash-ও সাপোর্ট করবে।
Xiaomi 14 ফোনে পাওয়ার দিতে 4,860mAh ব্যাটারি পাওয়া যাবে। এর সাথে 90W এর ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। এছাড়া Xiaomi 14 Pro ফোনে 120W ফাস্ট চার্জিং টেকনোলজি অফার করা হবে। এই দুটি ফোনেই 50W ওয়্যারলেস চার্জিং অফার করতে পারে।
আরও পড়ুন: Xiaomi 13T Pro ফোনের স্পেসিফিকেশন এবং ছবি লঞ্চের আগে লিক, 16GB RAM সহ আর কী ফিচার থাকবে জানুন