Xiaomi 14 India launch: লঞ্চের আগেই শাওমির আপকামিং ফোনের দাম এবং স্টোরেজ মডেল লিক
7 মার্চ ভারতের বাজারে শাওমির নয়া স্মার্টফোন Xiaomi 14 লঞ্চ হবে
টিপস্টার জানিয়েছে যে ফোনটি প্রায় 65,000 টাকায় বিক্রি করা হবে
কোম্পানি আগেই নিশ্চিত করে দিয়েছে যে এটি Snapdragon প্রসেসরে কাজ করবে
নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তবে আপনার জন্য একটি দুর্দান্ত ফোন অপেক্ষা করছে। আগামীকাল অর্থাৎ 7 মার্চ ভারতের বাজারে শাওমির নয়া স্মার্টফোন Xiaomi 14 লঞ্চ হবে। MWC-তে, চীনা স্মার্টফোন নির্মাতা কোম্পানি নিশ্চিত করেছে যে ভারতে Xiaomi 14 Pro এবং Xiaomi 14 Ultra লঞ্চ করা হবে না।
শাওমির এই লঞ্চ ইভেন্টি 7 মার্চ বিকেল 5 টায় শুরু হবে। এছাড়া শাওমি তার অফিসিয়াল ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া চ্যানেলে ইভেন্টটি লাইভ স্ট্রিমিং করবে। ফোনের লঞ্চিংয়ের আগে আসুন জেনে নেওয়া যাক ফোনের দাম এবং স্পেসিফিকেশন।
Xiaomi 14 India Price
Just 1 day remaining until we introduce the groundbreaking imaging flagship phone – #Xiaomi14Series!
— Xiaomi India (@XiaomiIndia) March 6, 2024
Get ready to experience innovation at its finest | Launching on 7th March, 2024 at 6pm
Join the livestream here: https://t.co/l1FaZUAuSv
#XiaomixLeica #SeeItInNewLight pic.twitter.com/SKrq3eeubw
আশা করা হচ্ছে শাওমির নতুন ফোনটি 12 জিবি এবং 512 জিবি স্টোরেজ মডেলে আনা হবে। টিপস্টার অভিষেক যাদবের মতে, শাওমির ফোনের MRP 74,999 টাকা হতে পারে। তবে টিপস্টার জানিয়েছে যে ফোনটি প্রায় 65,000 টাকায় বিক্রি করা হবে।
নতুন Xiaomi ফোনে কী থাকবে বিশেষ
মনে করিয়ে দি যে চীনের বাজারে আগেই লঞ্চ হয়ে গিয়েছে শাওমির এই ফোন। অনুমান করা হচ্ছে যে কোম্পানি ভারতীয় ভ্যারিয়্যান্টে চাইনিজ ভ্যারিয়্যান্টের মতোই ফিচার থাকতে পারে। তবে চিপসেট সম্পর্কে কোম্পানি আগেই নিশ্চিত করে দিয়েছে যে এটি Snapdragon প্রসেসরে কাজ করবে।
Xiaomi 14 Specification
ফোনটি Snapdragon 8 Gen 3 চিপসেটের সাথে আনা হবে। কোম্পানি এই বিষয় নিজেই নিশ্চিত করেছে।
ডিসপ্লের কথা বললে, এতে 6.36 ইঞ্চি পাঞ্চ-হোল OLED ডিসপ্লে থাকবে। এটি 120Hz রিফ্রেশ রেটে কাজ করবে।
ফোনে 50MP+ 50MP+ 64MP ক্যামেরা থাকবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে 32MP ক্যামেরা পাওয়া যাবে।
শাওমি ফোনে 4610mAh ব্যাটারির সুবিধা থাকতে পারে। ফোনটি 50W ওয়্যারলেস চার্জিং এবং 90W হাইপার চার্জ ফিচার সহ এন্ট্রি করতে পারে ভারতে।
আরও পড়ুন: Nothing Phone 2a Launched: 12 জিবি RAM সহ ভারতে এত দামে কেনা যাবে নতুন ট্রান্সপেরেন্ট নথিং ফোন
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile