Phone Discount: DSLR কে ফেল করবে Xiaomi 14 এর প্রিমিয়াম ক্যামেরা! 10 হাজার টাকা সস্তায় কেনার সুযোগ

Phone Discount: DSLR কে ফেল করবে Xiaomi 14 এর প্রিমিয়াম ক্যামেরা! 10 হাজার টাকা সস্তায় কেনার সুযোগ
HIGHLIGHTS

Xiaomi এর লেটেস্ট ফোন Xiaomi 14 দুর্দান্ত অফার কিনতে পারবেন

আসলে, শাওমির এই দুর্দান্ত ফোনটি গ্রাহকরা 10,000 টাকা সস্তা কিনতে পারবেন

Xiaomi Fan Festival সেল চলছে, যা 12 এপ্রিল শেষ হবে

আপনি যদি একটি প্রিমিয়াম স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তবে এই খবর আপনার জন্য। Xiaomi এর লেটেস্ট ফোন Xiaomi 14 দুর্দান্ত অফার কিনতে পারবেন। আসলে, শাওমির এই দুর্দান্ত ফোনটি গ্রাহকরা 10,000 টাকা সস্তা কিনতে পারবেন।

Xiaomi 14 ফোনের দাম কত

শাওমি 14 ফোনের দামের কথা বললে, এটি 69,999 টাকা দামে ফোনটি কেনা যাবে। এই দামে ফোনের সিঙ্গেল ভ্যারিয়্যান্ট 12GB Ram + 512GB স্টোরেজ সহ আসে।

আরও পড়ুন: OPPO A3 Pro ফোনের লাইভ ছবি ফাঁস, ডিজাইন এবং স্পেসিফিকেশন প্রকাশ

তবে গ্রাহকরা এই শাওমি ডিভাইসটি 59,999 টাকায় কিনতে পারবেন। আসলে Xiaomi Fan Festival 2024 সেল চলছে, যা 12 এপ্রিল শেষ হবে।

শাওমি Fan Festival 2024 সেল চলছে, যা 12 এপ্রিল শেষ হবে

Xiaomi ফোনে বাম্পার ব্যাঙ্ক ডিসকাউন্ট

শাওমি ফোনে ব্যাঙ্ক ডিসকাউন্টের কথা বললে, গ্রাহকরা ICICI ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্টে 5000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন।

শুধু তাই নয়, Amazon Pay ICICI ক্রেডিট কার্ড পেমেন্টে 1500 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

স্পেসিফিকেশন কী রয়েছে শাওমি ফোনে

ডিসপ্লের কথা বললে, এই ফোনে 1.5K LTPO AMOLED স্ক্রিন রয়েছে। এতে 120Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে।

Xiaomi 14
ক্যামেরা হিসেবে এই ফোন 50MP+50Mp+50MP ট্রিপল সেন্সর সহ আসে

ফোনে 12GB LPDDR5X RAM এবং 512GB স্টোরেজ সহ আনা হয়েছে।

ফোনটি Snapdragon 8 Gen 3 প্রসেসরে কাজ করে।

ক্যামেরা হিসেবে এই ফোন 50MP+50Mp+50MP ট্রিপল সেন্সর সহ আসে। ফোনে 32MP সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার দিতে এই ফোনে 4610mAh ব্যাটারি এবং 50W ওয়্যারলেস হাইপরচার্জ এবং 90W হাইপরচার্জ সহ আসে।

আরও পড়ুন: Reliance Jio এর 1 বছর পর্যন্ত চলবে এই 3 প্রিপেইড প্ল্যান, 730GB পর্যন্ত ডেটা আনলিমিটেড কলিং সহ একগুচ্ছ সুবিধা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo