32MP+32MP ডুয়াল সেলফি ক্যামেরা, Snapdragon 8s Gen 3 চিপসেট সহ Xiaomi 14 Civi ভারতে লঞ্চ, জানুন দাম কত

32MP+32MP ডুয়াল সেলফি ক্যামেরা, Snapdragon 8s Gen 3 চিপসেট সহ Xiaomi 14 Civi ভারতে লঞ্চ, জানুন দাম কত
HIGHLIGHTS

Xiaomi ভারতে আজ তার লেটস্ট স্মার্টফোন Xiaomi 14 Civi লঞ্চ করে দিয়েছে

লেটেস্ট স্মার্টফোনের প্রতিযোগিতা ভারতীয় বাজারে থাকা Samsung, OnePlus, Realme এর ফোনের সাথে হবে

শাওমির ফোনে লেটেস্ট Qualcomm Snapdragon 8s Gen 3 চিপসেট অফার করা হয়েছে

Xiaomi ভারতে আজ তার লেটস্ট স্মার্টফোন Xiaomi 14 Civi লঞ্চ করে দিয়েছে। শাওমির ফোনে লেটেস্ট Qualcomm Snapdragon 8s Gen 3 চিপসেট অফার করা হয়েছে। নতুন ফোনে ফ্ল্যাগশিপ ক্যামেরার জন্য Leica সেন্সর পাওয়া যাবে। এতে 50MP Triple Rear Camera সাপোর্ট সহ দুটি 32MP Dual Selfie Camera সেন্সর পাওয়া যাবে।

লেটেস্ট স্মার্টফোনের প্রতিযোগিতা ভারতীয় বাজারে থাকা Samsung, OnePlus, Realme এর ফোনের সাথে হবে। আসুন জেনে নেওয়া যাক শাওমি ১৪ সিভি ফোনের দাম কত এবং ফিচার কী রয়েছে।

আরও পড়ুন: Realme GT 6 ফোনে থাকবে Snapdrgon 8s Gen 3 প্রসেসর সহ পাওয়ারফুল ফিচার, কোম্পানি নিজেই করল কনফার্ম

Xiaomi 14 Civi ফোনের দাম কত

শাওমি ১৪ সিভি ফোনটি দুটি ভ্যারিয়্যান্টে আনা হয়েছে। এতে 8GB RAM+256GB স্টোরেজ এবং 12GB+512GB স্টোরেজ অপশন পাওয়া যাবে।

  • 8GB RAM+256GB স্টোরেজের দাম = 42,999 টাকা
  • 12GB+512GB স্টোরেজের দাম = 47,999 টাকা

লঞ্চ অফারের আওতায় কোম্পানি ICICI ব্যাঙ্ক কার্ড পেমেন্টে 3000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া যাবে। এছাড়া কোম্পানি 3000 টাকার এক্সচেঞ্জ বোনস দেওয়া হবে।

লেটেস্ট শাওমি ফোনের বিক্রি 20 জুন দুপুর 12টায় শুরু হবে। গ্রাহকরা ফোনটি কোম্পানির ওয়েবসাইট, Flipkart এবং রিটেল স্টোর থেকে কিনতে পারবেন।

ফোনের প্রিবুকিং আজ দুপুর 2 থেকে 19 জুন পর্যন্ত করা যাবে। প্রথম বুকিংয়ে গ্রাহকদের কোম্পানি Redmi Watch 3 Active স্মার্টওয়াচ বিনামূল্যে দেবে।

শাওমি ১৪ সিভি ফোনে ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে

Xiaomi 14 Civi Specs
শাওমি ফোনের বিক্রি 20 জুন দুপুর 12টায় শুরু হবে

ডিসপ্লে: শাওমির এই ফোনের স্ক্রিন 6.55-ইঞ্চির 1.5K কার্ভড AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনে 120Hz রিফ্রেশ রেট, 3000 নিট পিক ব্রাইটনেস এবং 240Hz টাচ স্যাম্পলিং সাপোর্ট দেওয়া। এটি HDR10+ এবং ডলবি ভিশান সাপোর্ট করে।

প্রসেসর: পারফরম্যান্সের জন্য হিসেবে শাওমি ১৪ সিভি ফোনে Snapdragon 8s Gen 3 চিপসেট রয়েছে। এটি 12GB LPDDR5 RAM এবং 512GB UFS 4.0 স্টোরেজের সাথে পেয়ার করা হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এটি Leica সেন্সর এর সাথে পেয়ার করা। এতে প্রাইমারি সেন্সর OIS সাপোর্ট সহ 50MP Light Fusion 800 ইমেজ সেন্সর পাওয়া যাবে। দ্বিতীয় সেন্সর 50MP এর দেওয়া, যা 2X ট্রিপল জুম সাপোর্ট রয়েছে। ফোনে 12MP আল্ট্রোওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। ফ্রন্টে 32+32MP ডুয়াল সেলফি ক্যামেরা অফার করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার দিতে ফোনে 4700mAh ব্যাটারি ক্ষমতা দেওয়া। এর সাথে 67W ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে।

আরও পড়ুন: Nothing এর সবচেয়ে সস্তা ফোন CMF Phone 1 এর দাম ফাঁস, ইউনিক লুক সহ আর কী রয়েছে বিশেষ

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo