Xiaomi 14 CIVI alternatives: নতুন শাওমি ফোনকে টেক্কা দেয় Realme থেকে Motorola সহ এই দুর্দান্ত স্মার্টফোন, আপনি কোনটা কিনবেন?

Xiaomi 14 CIVI alternatives: নতুন শাওমি ফোনকে টেক্কা দেয় Realme থেকে Motorola সহ এই দুর্দান্ত স্মার্টফোন, আপনি কোনটা কিনবেন?
HIGHLIGHTS

ভারতীয় স্মার্টফোন বাজারে সম্প্রতি Xiaomi 14 CIVI লঞ্চ করা হয়েছে

লেটেস্ট শাওমি ১৪ সিভি ফোনটি ভারতে 40 হাজার টাকায় বিক্রি করছে

শাওমি ১৪ সিভি ফোনের প্রতিযোগিতায় বাজারে OnePlus 12R এবং Motorola Edge 50 Fusion, realme GT 6T স্মার্টফোন

Xiaomi 14 CIVI alternatives: ভারতীয় স্মার্টফোন বাজারে সম্প্রতি Xiaomi 14 CIVI লঞ্চ করা হয়েছে। লেটেস্ট শাওমি ১৪ সিভি ফোনটি ভারতে 40 হাজার টাকায় বিক্রি করছে। তবে বলে দি যে এই দামে ফোনটি ব্যাঙ্ক অফারের সাথে কেনা যাবে। শাওমির ফোনের সবচেয়ে বড় ইউনিক ফিচার হল ডুয়াল সেলফি ক্যামেরা (Dual Selfie Camera)। কোম্পানি লেটেস্ট ফোনে ক্যামেরা ফোকসের জন্য Leica Optics প্রফেশনাল ট্রিপল ক্যামেরা দেওয়া।

তবে শাওমি ১৪ সিভি ফোনের প্রতিযোগিতায় বাজারে OnePlus 12R এবং Motorola Edge 50 Fusion, realme GT 6T স্মার্টফোন।

আরও পড়ুন: Price Drop: সস্তা হল OnePlus 12R 5G, লঞ্চের 4 মাসে একধাপে কমে গেল দাম, জানুন কোথায় পাবেন এই ছাড়

Motorola Edge 50 Fusion

Motorola-Edge-50-Fusion launched in India
এজ ৫০ ফিউশন ফোনের দাম 22,999 টাকা থেকে শুরু হচ্ছে

মটোরোলা এজ ৫০ ফিউশনের কথা বললে, এই ফোনে 50MP Sony LYTIA 700C ক্যামেরা রয়েছে। ফোনটি OIS সাপোর্ট করে। এছাড়া পাওয়ার দিতে ফোনে 5000mAh ব্যাটারি এবং 68W টার্বো পাওয়ার চার্জিং সুবিধা দেওয়া হয়েছে। ফোনের দাম 22,999 টাকা থেকে শুরু হচ্ছে।

realme GT 6T

শাওমির এই ফোনের দ্বিতীয় বিকল্প হল রিয়েলমি জিটি ৬টি ফোন। রিয়েলমির এই ফোন Sony LYT-600 50MP প্রাইমারি ক্যামেরা সহ আসে। এছাড়া ফোনে 5500mAh ব্যাটারি এবং 120W SUPERVOOC চার্জের সহ আসে। ফোনটি 30,999 টাকার শুরুর দামে আনা হয়েছে।

OnePlus 12R

Xiaomi 14 CIVI alternatives OnePlus 12R
ওয়ানপ্লাস 12R ফোনে Sony IMX890 50MP প্রাইমারি ক্যামেরা রয়েছে

শাওমি, মোটোরোলা এবং রিয়েলমি ফোনের আরেকটি বিকল্প হল ওয়ানপ্লাস ১২আর ফোন। ফোনে Sony IMX890 50MP প্রাইমারি ক্যামেরা রয়েছে। পারফরম্যান্সের জন্য Snapdragon 8 Gen 2 চিপ পাওয়া যাবে। পাওয়ার দিতে ফোনে 5500mAh ব্যাটারি রয়েছে।

আরও পড়ুন: OPPO F27 Pro+ 5G: ভারতের প্রথম IP69 রেটিং সহ ফোন ওপ্পো এফ২৭ প্রো প্লাস ৫জি লঞ্চ, জানুন দাম কত

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo