Xiaomi 14 5G: সবচেয়ে শক্তিশালী প্রসেসর, ট্রিপল 50MP ক্যামেরা সহ ভারতে লঞ্চ নতুন ফোন, জানুন দাম

Xiaomi 14 5G: সবচেয়ে শক্তিশালী প্রসেসর, ট্রিপল 50MP ক্যামেরা সহ ভারতে লঞ্চ নতুন ফোন, জানুন দাম
HIGHLIGHTS

Xiaomi এর ফ্ল্যাগশিপ মোবাইল Xiaomi 14 ভারতে লঞ্চ করে দেওয়া হয়েছে

শাওমির এই ফোনে কোয়ালকম এর লেটেস্ট Snapdragon 8 Gen 3 প্রসেসর অফার করা হয়েছে

শাওমি 14 ফোনের দামের কথা বললে, এটি 69,999 টাকায় আনা হয়েছে

Xiaomi এর ফ্ল্যাগশিপ মোবাইল Xiaomi 14 5G ভারতে লঞ্চ করে দেওয়া হয়েছে। শাওমির এই বছরের এটি প্রথম ফ্ল্যাগশিপ ফোন, যা ভারতে আনা হয়েছে। শাওমির এই ফোনর ভারতীয় বাজারে আসার আগে চীনে এবং গ্লোবাল মার্কেটে আগেই চালু করে দেওয়া হয়েছিল।

শাওমির এই ফোনে কোয়ালকম এর লেটেস্ট Snapdragon 8 Gen 3 প্রসেসর অফার করা হয়েছে। এতে 16GB পর্যন্ত RAM, Leica ক্যামেরা লেন্স সহ শক্তিশালী ফিচার দেওয়া হয়েছে। আসুন শাওমির এই লেটেস্ট ফোনের বিষয় বিস্তারিত জেনে নেওয়া যাক।

আরও পড়ুন: Xiaomi 14 Ultra: ভারতে শক্তিশালী ফিচার এবং হাইপারচার্জ টেকনোলোজি সহ লঞ্চ হল শাওমির সবচেয়ে দামি স্মার্টফোন, জানুন দাম কত

Xiaomi 14
শাওমির এই ফোনে কোয়ালকম এর লেটেস্ট Snapdragon 8 Gen 3 প্রসেসর অফার করা হয়েছে

Xiaomi 14 price in India, availability

শাওমি 14 ফোনের দামের কথা বললে, এটি 69,999 টাকায় আনা হয়েছে। এই দামে 12GB + 512GB স্টোরেজ মডেল কেনা যাবে। এটি ক্লাসিক হোয়াইট, গ্রিন এবং ম্যাট ব্ল্যাক কালার অপশনে আনা হয়েছে।

ফোনটি Amazon, Flipkart, Mi.com, Mi Home স্টোরের পাশাপাশি Xiaomi-এর রিটেল স্টোর থেকে বিক্রি হবে। শাওমির এই ফোনটি 11 মার্চ দুপুর 12 টা থেকে কেনা যাবে।

xiaomi 14 5G with snapdragon 8 gen 3 processor and triple camera launched
শাওমি 14 ফোনের দামের কথা বললে, এটি 69,999 টাকায় আনা হয়েছে

লঞ্চ অফারের আওতায় কোম্পানি গ্রাহকদের ICICI ব্যাঙ্ক কার্ড পেমেন্টে 5000 টাকার ছাড় দিচ্ছে। এছাড়া আপনি 5,000 টাকার এক্সচেঞ্জ বোনসও পেতে পারেন।

Xiaomi 14 5G specifications

ভারতে লঞ্চ হওয়া শাওমি 14 ফোনে গ্লোবাল ভার্সনের মতোই ফিচার এবং স্পেসিফিকেশন দেওয়া হয়েছে। ফোনে 6.36 ইঞ্চি LTPO AMOLED (1,200×2,670 pixels) ডিসপ্লে রয়েছে। ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে। এতে HDR10+ সাপোর্ট দেওয়া।

নতুন ফোনে লেটেস্ট স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর দেওয়া হয়েছে। এতে রয়েছে 12GB LPDDR5 RAM এবং 512GB ইন্টারনাল স্টোরেজ।

ফটোগ্রাফির জন্য শাওমি ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া। এতে তিনটি সেন্সর 50 মেগাপিক্সেলের রয়েছে এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, টেলিফটো এবং আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ফিচার পাওয়া যাবে। ফোনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

ফোনে পাওয়ার দিতে 4610mAh ব্যাটারি রয়েছে। এটি 90W ওয়্যারড চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সহ আসে। কোম্পানি দাবি করে যে ফোনটি ওয়্যারড চার্জিংয়ের মাধ্যমে 31 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে।

আরও পড়ুন: Price Cut: চুপিসারে সস্তা হল 50MP ক্যামেরা এবং 3 দিন ব্যাটারি ব্যাকআপ সহ Nokia C32, জানুন দাম কত

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo