Xiaomi -এর তরফে তাদের আগামী ফোন সিরিজ শীঘ্রই লঞ্চ করা হতে পারে। এই সিরিজে থাকবে Xiaomi 13T এবং Xiaomi 13T Pro ফোন দুটি। যদিও এখনও পর্যন্ত কোম্পানির তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি তবুও এই ফোনের লঞ্চের দিন তেজকে দাম, ফিচার সবই ফাঁস হয়ে গিয়েছে অনলাইনে।
Xiaomi 13T Series চলতি বছরেই লঞ্চ করবে, মনে করা হচ্ছে এটি সেপ্টেম্বর মাসে আসতে পারে বাজারে। এই সিরিজের দুটো ফোনেই MIUI 14 থাকবে বলে অনুমান করা হচ্ছে। সঙ্গে 144 HZ রিফ্রেশ রেট পাওয়া যাবে এখানে।
এছাড়া টিপস্টার জানিয়েছেন এই Xiaomi 13T -তে 67W ফাস্ট চার্জিং -এর সুবিধা থাকবে। আর Xiaomi 13T Pro -তে 120W ফাস্ট চার্জিং -এর সুবিধা থাকবে। এর সঙ্গে পাওয়া যেতে পারে 5000 mAh ব্যাটারি এবং Leica -এর ক্যামেরা।
অত্যন্ত সুপরিচিত টিপস্টার SnoopyTech -এর তরফে এই ফোনের বিষয়ে টুইট করা হয়েছে। তিনি তাঁর টুইটে এই ফোনের দাম থেকে ফিচার সবই প্রকাশ্যে এনেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন Xiaomi 13T, এবং Xiaomi 13T Pro ফোন দুটি 1 সেপ্টেম্বর লঞ্চ করবে।
এই টিপস্টারের মতে Xiaomi 13T ফোনটির দাম EUR 799 হতে পারে। অর্থাৎ ভারতীয় মূল্যে 71,000 টাকা প্রায়। অন্যদিকে Xiaomi 13T Pro ফোনটির দাম শুরু হতে পারে EUR 599 থেকে। অর্থাৎ ভারতীয় মূল্যে যা গিয়ে দাঁড়াবে 53,000 টাকায়।
Xiaomi 13T এবং Xiaomi 13T Pro ফোন দুটোতেই থাকবে MIUI 14। বেস মডেলটি কালো রঙের মডেলে আসতে পারে। অন্যদিকে Xiaomi 13T Pro ফোনটি মেডো গ্রিন রঙে উপলব্ধ হতে পারে। এখানে 144 HZ রিফ্রেশ রেট সহ AMOLED ডিসপ্লে থাকবে বলেই তিনি জানিয়েছেন।
এছাড়া Xiaomi 13T -তে Snapdragon 8 Gen 2 প্রসেসর থাকবে বলে অনুমান করা হচ্ছে। অন্যদিকে Xiaomi 13T Pro ফোনটিতে MediaTek Dimensity 9200 প্রসেসর থাকবে বলেই জানানো হয়েছে।
দুটো ফোনেই Leica -এর ক্যামেরা দেখা যেতে পারে, যদিও কত মেগাপিক্সেল ক্যামেরা হবে কটা ক্যামেরা থাকবে সেসব জানা যায়নি। Xiaomi 13T ফোনটি 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলে কেনা যাবে। অন্যদিকে Xiaomi 13T Pro ফোনটি 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলে কেনা যাবে।
দুটো ফোনেই 5000 mAh ব্যাটারি থাকতে পারে। তবে Xiaomi 13T ফোনটিতে 67W ফাস্ট চার্জিং -এর সুবিধা আর Xiaomi 13T Pro ফোনটিতে 120W ফাস্ট চার্জিং -এর সুবিধা মিলতে পারে। Xiaomi 13 Pro- এর প্রায় কাছাকাছি একটি মডেল হিসেবে এই ফোন সিরিজ লঞ্চ করবে বলে অনুমান করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত এই ফোনের বিষয়ে কোনও নিশ্চিত বার্তা পাওয়া যায়নি।