12GB RAM এবং 50MP Leica Camera সহ আসবে Xiaomi 13T Series, চলতি মাসের এই দিন হবে লঞ্চ
Xiaomi 13T সিরিজ 26 সেপ্টেম্বর জার্মানির বার্লিনে লঞ্চ করা হবে
Xiaomi 13 Series ফোনে Leica-টিউনড ক্যামেরা সেটআপ অফার করা হবে
এই সিরিজের আওতায় Xiaomi 13T এবং Xiaomi 13T Pro আনা হবে
টেক কোম্পানি Xiaomi এর তরফে তার আপকামিং Xiaomi 13T Series এর লঞ্চের ঘোষনা করে দেওয়া হয়েছে। এই সিরিজের আওতায় Xiaomi 13T এবং Xiaomi 13T Pro আনা হবে। কোম্পানি তার X (Twitter) হ্যান্ডেলের মাধ্যমে আপকামিং ফোনের লঞ্চের তারিখ পোস্ট করেছে। টুইট পোস্ট অনুযায়ী, Xiaomi 13T সিরিজ 26 সেপ্টেম্বর জার্মানির বার্লিনে লঞ্চ করা হবে।
Xiaomi এর তরফে পোস্ট করা ছবি থেকে এটা নিশ্চিত করে দেওয়া হল যে Xiaomi 13 Series ফোনে Leica-টিউনড ক্যামেরা সেটআপ অফার করা হবে। অনলাইনে গত কয়েক দিনে এই স্মার্টফোনগুলি সার্টিফিকেশন এবং বেঞ্চমার্ক লিস্টিংয়ে দেখা গিয়েছে। আসুন জেনে নেওয়া যাক আপকামিং ফোনটি কী বিশেষ ফিচার নিয়ে বাজারে আসবে।
আরও পড়ুন: Huge Discount Realme Smartphone: 10,000 টাকার কম দামের ফোন আরও সস্তায়, কোথায় পাবেন এই Deal
Xiaomi 13T Series কবে কোথায় হবে লঞ্চ
আপকামিং লাইনআপে কোম্পানি দুটি স্মার্টফোন লঞ্চ করবে- Xiaomi 13T এবং Xiaomi 13T Pro। কোম্পানির তরফে ইভেন্ট ইনভাইটও মিডিয়াকে পাঠিয়ে দেওয়া হয়েছে। 26 সেপ্টেম্বর বিকেল 5.30 টায় শাওমির আপকামিং সিরিজটি লঞ্চ করা হবে। লঞ্চ ইভেন্টটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং mi.com থেকে সরাসরি দেখা যাবে।
Hello Berlin! Xiaomi's sensational reveal is fast approaching!
This Sep 26th, at 2PM GMT+2, prepare to feast your eyes on our #Xiaomi13TSeries crafted with @leica_camera.#MasterpieceInSight #XiaomiLaunch
loading… pic.twitter.com/4vqFZtAHij— Xiaomi (@Xiaomi) September 5, 2023
Xiaomi 13T Series কত দামে আসতে পারে আপকামিং ডিভাইস
FoneArena-এর একটি রিপোর্ট অনুযায়ী, Xiaomi 13T ফোনটি সিঙ্গেল ভ্যারিয়্যান্ট 8GB RAM + 256GB স্টোরেজ সহ আসতে পারে। ফোনের দাম $690 (প্রায় 57,400 টাকা) কাছাকাছি হতে পারে। এর পাশাপাশি, কোম্পানি তার Pro মডেলটি দুটি RAM এবং স্টোরেজ অপশনে অফার করতে পারে – 12GB + 512GB এবং 16GB + 1TB, যা $878 (কাছাকাছি 73,000 টাকা) এবং $1072 (প্রায় 89,200 টাকা) দামের সাথে আসতে পারে।
আরও পড়ুন: 32GB RAM Smartphone: 24GB RAM এখন পুরানো! স্মার্টফোন কোম্পানি আনছে Huge RAM Phone
Xiaomi 13T ফোনে কী থাকবে স্পেক্স
শাওমি 13T এর আগে আসা লিক থেকে জানা গেছিল যে ফোনে 1.5K রেজোলিউশন এবং 144Hz রিফ্রেশ রেট সহ একটি 6.67-ইঞ্চি AMOLED ডিসপ্লে দেওয়া হবে। ফোনটি Dimensity 8200 Ultra SoC প্রসেসরে পাওয়ার থাকবে। 12GB RAM এবং 256GB স্টোরেজ থাকতে পারে বলে জানা গিয়েছে। ক্যামেরা সেটআপ হিসেবে, ফোনে ট্রিপল-ক্যামেরা থাকতে পারে, যার মেইন সেন্সর 50-মেগাপিক্সেল, 50-মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা এবং 12 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা থাকতে পারে। এছাড়া, সেলফি ক্যামেরা হিসেবে ফোনে 20-মেগাপিক্সেল দেওয়া হবে। লিক অনুযায়ী, এই স্মার্টফোনে 5000mAh ব্যাটারি দেওয়া যেতে পারে, যা 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
Xiaomi 13T Pro ফোনে কী থাকবে স্পেক্স
Xiaomi 13T Pro ফোনে 6.67-ইঞ্চি AMOLED ডিসপ্লে যেতে পারে, যা 1.5K রেজোলিউশন এবং 144Hz রিফ্রেশ রেট অফার করতে পারে। ফোনে Dimensity 9200+ SoC প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে। এই ফোনে 16GB RAM এবং 1TB স্টোরজে থাকতে পারে। ক্যামেরার কথা বললে, আপকামিং ফোনটি 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 13-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং 50-মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা সহ আসতে পারে। তবে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 20-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর থাকবে। পাওয়ার দিতে ফোনে 5,000mAh ব্যাটারি সাপোর্ট দেওয়া হবে, যা 120W ফাস্ট চার্জিং সহ আসবে।
আরও পড়ুন: মাত্র 2 ঘন্টার জন্য আজ বিক্রি হবে Realme C51, Special Sale-এ সস্তায় কেনা যাবে
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile