Xiaomi 13 সিরিজ বিশ্ববাজারে লঞ্চ করে গেল 26 ফেব্রুয়ারি। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2023 শুরু হওয়ার একদিন আগেই এটি লঞ্চ করল। এই সিরিজে তিনটি ফোন আছে, Xiaomi 13, Xiaomi 13 Pro, এবং Xiaomi 13 Lite। গত বছর ডিসেম্বরেই চিনে এই ফোনটি লঞ্চ করে গিয়েছে। যদিও সেখানে মাত্র দুটি মডেল ছিল। এই সিরিজের মধ্যে Xiaomi 13 এবং Xiaomi 13 Pro ফোন দুটিতে আছে Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর। অন্যদিকে Snapdragon 7 Gen 1 প্রসেসর আছে Xiaomi 13 Lite ফোনটিতে।
1.বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের আসর বসেছে এই বছর। সেই অনুষ্ঠান শুরুর আগেই বিশ্ববাজারে Xiaomi 13 সিরিজ লঞ্চ করে দিল এই চিনা কোম্পানি।
2. এই সিরিজের Xiaomi 13 ফোনটির দাম বিশ্ববাজারে ইউরো 999 বা প্রায় 87,600 টাকা রাখা হয়েছে।
3. Xiaomi 13 Pro ফোনটির দাম ইউরো 1,299 বা প্রায় 1,13,900 টাকা রাখা হয়েছে।
4. অন্যদিকে Xiaomi 13 Lite ফোনটির দাম অনেকটাই কম রাখা হয়েছে তুলনায়। এটির দাম বিশ্ববাজারে ইউরো 499 বা প্রায় 43,800 টাকা রাখা হয়েছে।
5. Xiaomi 13 Pro ফোনটির গ্লোবাল ভ্যারিয়েন্টটি দুটি রঙে লঞ্চ করা হয়েছে, এই রঙ দুটি হল সেরামিক ব্ল্যাক এবং হোয়াইট।
6. Xiaomi 13 ফোনটি কালো, সবুজ এবং সাদা রঙে কেনা যাবে। অন্যদিকে Xiaomi 13 Lite ফোনটি কালো, নীল এবং গোলাপি রঙে কেনা যাবে।
1. এখানে আছে Snapdragon 8 Gen 2 প্রসেসর, 120W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 4820mAh ব্যাটারি। এছাড়া 50W ওয়্যারলেস চার্জিং এর সুবিধাও মিলবে।
2. এখানে আছে ট্রিপল রিয়ার ক্যামেরা যেখানে তিনটি ক্যামেরাতেই 50 মেগাপিক্সেলের সেন্সর থাকবে। এছাড়া ফ্রন্ট ক্যামেরাতে আছে 32 মেগাপিক্সেলের একটি সেন্সর।
3. অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক MIUI 14 এর সাহায্যে চলবে এটি। এখানে আছে 6.73 ইঞ্চির একটি OLED ডিসপ্লে যা Dolby Vision সহ HDR 10+, 2K রেজোলিউশন সাপোর্ট করবে। 12 GB RAM এবং 512 GB ইন্টারনাল স্টোরেজ আছে।
4. 5G, WIFI, ব্লুটুথ, GPS, USB টাইপ সি পোর্ট, ইত্যাদির সুবিধা আছে কানেকটিভিটির জন্য।
1. এই ফোনে আছে 6.36 ইঞ্চির একটি OLED ডিসপ্লে। এখানে 120 HZ রিফ্রেশ রেট সহ 1900 নিটসের সর্বোচ্চ ব্রাইটনেস মিলবে।
2. Snapdragon 8 Gen 2 প্রসেসরের সাহায্যে এটি চলবে। এখানে 12 GB RAM এবং 512 GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ আছে।
3. 67W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ 4500mAh ব্যাটারি আছে এখানে।
4. ট্রিপল রিয়ার ক্যামেরা আছে যেখানে প্রাইমারি ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ 10 এবং 12 মেগাপিক্সেলের আরও দুটি সেন্সর।
1. এই ফোনে চিনে লঞ্চ করেনি। এটি আদতে Xiaomi Civi 2 -এর রিব্র্যান্ড ভার্সন।
2. এখানে আছে অ্যান্ড্রয়েড 12 ভিত্তিক MIUI 13 এর সাপোর্ট সহ Snapdragon 7 Gen 1 প্রসেসর।
3. 8 GB RAM আছে এখানে। সঙ্গে 6.55 ইঞ্চির একটি Full HD+ AMOLED ডিসপ্লে । এখানে 120 Hz রিফ্রেশ রেট মিলবে।
4. এখানেও ট্রিপল রিয়ার ক্যামেরা আছে। প্রাইমারি ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের সেন্সর সহ বাকি দুটিতে 8 এবং 2 মেগাপিক্সেলের আরও দুটি সেন্সর আছে। এখানেও 32 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে।
5. 67w টার্বো চার্জ ক্ষমতার সঙ্গে 4500mAh ব্যাটারি আছে এই ফোনে।