Xiaomi 13 Pro ফোনটি তো গত বছরই চিনে লঞ্চ করে গিয়েছিল। এবার এটি বিশ্ববাজারে হাজির হয়েছে। ভারতে এটাই Xiaomi -এর প্রথম Flagship ফোন যেটার দাম 79,999 টাকা। এখানে আছে 1 ইঞ্চির একটি Leica ক্যামেরা। এছাড়া দুরন্ত পারফরমেন্সের জন্য আছে Snapdragon 8 Gen 2 প্রসেসর। এর আগে গত বছর লঞ্চ হয় Xiaomi 12 Pro। এবার প্রশ্ন হল আগের মডেলের তুলনায় নতুন ফোন কতটা আপগ্রেড করল? কোন কোন ফিচারের দিক থেকে এই নতুন Xiaomi 13 Pro এগিয়ে আছে? দেখে নিন এই দুই ফোনের তুল্যমূল্য আলোচনা।
Xiaomi 13 Pro ফোনটিতে আছে 6.36 ইঞ্চির একটি Full HD+ ডিসপ্লে। এখানে 1080X2400 পিক্সেলের রেজোলিউশন আছে। এখানে গ্রাহকরা 120 Hz রিফ্রেশ রেট পেয়ে যাবেন। 1900 নিটসের সর্বোচ্চ ব্রাইটনেস মিলবে এখানে। অন্যদিকে Xiaomi 12 Pro ফোনে আছে 6.73 ইঞ্চির একটি কোয়াড HD+ ডিসপ্লে। এখানে আছে 1444X3200 পিক্সেলের রেজোলিউশন। 120 HZ রিফ্রেশ রেট এখানেও মিলবে এছাড়া আছে Dolby Vision এর সাপোর্ট সহ 1500 নিটসের সর্বোচ্চ ব্রাইটনেস।
Xiaomi 13 Pro ফোনটি আছে Snapdragon 8 Gen 2 প্রসেসর। এটি এখন সব থেকে শক্তিশালী প্রসেসর। অন্যদিকে Snapdragon 8 Gen 1 প্রসেসরের সাহায্যে চলে Xiaomi 12 Pro।
Xiaomi 13 Pro -তে গ্রাহকরা অ্যান্ড্রয়েড 13 এর সাপোর্ট পেয়ে যাবেন। সঙ্গে আছে MIUI 14। অন্যদিকে Xiaomi 12 Pro- তে আছে অ্যান্ড্রয়েড 12 এবং সেটা ভিত্তিক MIUI 13।
ভারতে Xiaomi 13 Pro ফোনটির কেবল 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল মিলছে। অন্যদিকে Xiaomi 12 Pro ফোনটিতে আছে 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল এবং 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল।
Xiaomi 13 Pro ফোনটিতে আছে ট্রিপল রিয়ার ক্যামেরা। এখানে প্রাইমারি ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের সেন্সর সহ 12 এবং 10 মেগাপিক্সেলের আরও দুটি ক্যামেরা। অন্যদিকে এখানে ফ্রন্ট ক্যামেরায় থাকবে 32 মেগাপিক্সেলের একটি সেন্সর। এই ফোনের ক্যামেরায় আছে 1 ইঞ্চির Leica ক্যামেরা। Xiaomi 12 Pro ফোনটিতেও প্রাইমারি ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ 50 মেগাপিক্সেলের আরও একটি ক্যামেরা। এছাড়া এখানে ফ্রন্ট ক্যামেরাতে আছে 32 মেগাপিক্সেলের সেন্সর।
Xiaomi 13 Pro ফোনটিতে আছে 120W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 4820 mAh ব্যাটারি। এখানে 50W ওয়্যারলেস চার্জিং এর সুবিধা মিলবে। অবুদৈকে Xiaomi 12 Pro ফোনটিতে আছে 4600mAh ব্যাটারি। এখানে 120W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে সঙ্গে 50W ওয়্যারলেস চার্জিং সুবিধা।
Xiaomi 13 Pro ফোনটির দাম বাড়িতে 79,999 টাকা রাখা হয়েছে। অন্যদিকে Xiaomi 12 Pro ফোনটির দাম তার 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের জন্য 54,999 টাকা।
দেখুন দুটো ফোনই পারফরমেন্স এবং ফিচারের নিরিখে সেরা। একমাত্র ডিসপ্লের দিকে Xiaomi 12 Pro এগিয়ে। বাকি অন্যান্য ফিচারের হিসেবে কিন্তু Xiaomi 13 Pro সেরা। কিন্তু আপনার বাজেট কম হলে Xiaomi 12 Pro -কে বেছে নিতেই পারেন।