Xiaomi এর আপকামিং ফ্ল্যাগশিপ ফোনের লঞ্চ তারিখ ফাঁস, রয়েছে 50MP ক্যামেরা এবং 120W ফাস্ট চার্জিং

Updated on 10-Feb-2023
HIGHLIGHTS

Xiaomi তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Xiaomi 13 Pro ভারতে লঞ্চ করতে চলেছে

চিনের বাজারে Xiaomi 13 Pro ফোনের দাম CNY 4,999 (প্রায় 61,000 টাকা) রাখা হয়েছে

Xiaomi 13 Pro ফোনটি ভারতে Snapdragon 8 Generation 2 প্রসেসরের সাথে আনা হবে

স্মার্টফোন ব্র্যান্ড Xiaomi তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Xiaomi 13 Pro ভারতে লঞ্চ করতে চলেছে। এই ফোনটি 26 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ করা হবে। ফোনের একাধিক ফিচার সামনে এসেছে। Xiaomi 13 Pro ফোনটি ভারতে Snapdragon 8 Generation 2 প্রসেসরের সাথে আনা হবে। বলে দি যে কোম্পানি এর আগেই এই ফোন দেশীয় বাজারে লঞ্চ করে দিয়েছে।

Xiaomi 13 Pro দাম

কোম্পানির ফোনের একটি পোস্টার প্রকাশ করা হয়েছে, যেখানে ফোনটি 26 ফেব্রুয়ারি ভারতীয় সময় রাত 9:30 টায় লঞ্চ হবে বলে জানানো হয়েছে। Xiaomi তার এই আপকামিং ফোনের দামের বিষয় এখনও কিছু বলেনি। তবে চিনের বাজারে এই ফোনের দাম CNY 4,999 (প্রায় 61,000 টাকা) রাখা হয়েছে। এই ফোনটি ভারতেও একই দামে আনতে পারে।

Xiaomi 13 Pro এর স্পেসিফিকেশন

কোম্পানি এখন পর্যন্ত এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে কোনো তথ্য দেয়নি। যেমন কি আগেই বলা হয়েছে, এই ফোনটি চিনের বাজারে লঞ্চ করে দেওয়া হয়েছে। ভারতেও শাওমি 13 প্রো একই স্পেসিফিকেশন সহ আনা যেতে পারে। ফোনের চাইনিজ মডেল অনুযায়ী, ফোনে স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2 প্রসেসর থাকবে। এছাড়া, ফোনে 6.73 ইঞ্চি 2K OLED ডিসপ্লে সহ ফোনে 120Hz রিফ্রেশ রেট দেওয়া যেতে পারে। ফোনে 12 GB LPDDR5X RAM এবং 256 GB পর্যন্ত স্টোরেজ থাকবে।

ফোনের ক্যামেরা সেটআপ সম্পর্কে কথা বললে, ভারতে এটি Leica ব্র্যান্ডিং সহ একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেটআপ থাকবে। ফোনের সাথে সেলফি তোলার জন্য একটি 32-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। ফোনটি 4820mAh ব্যাটারির সাথে 120W ওয়্যারড ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট থাকবে। ফোনের সাথে 50-ওয়াটের ওয়্যারলেস ফাস্ট চার্জিং সুবিধাও থাকতে পারে। কানেক্টিভিটির জন্য ফোনে Wi-Fi 6, Bluetooth 5.3, USB Type-C পোর্ট এবং NFC এর জন্য সাপোর্ট রয়েছে। ফোনের সাথে ওয়াটার রেসিসটেন্ট এর জন্য IP68 রেটিং পাওয়া যাবে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :