এরপরই Xiaomi 12 Pro ফোনটির দাম একবারে অনেকটাই কমে গেল
Xiaomi 13 Pro আসার পর Xiaomi 12 Pro -এর দাম 10,000 টাকা কমল, নতুন দাম কত দেখুন
ভারতে Xiaomi -এর তরফে তাদের এক্সক্লুসিভ ফোন Xiaomi 13 Pro লঞ্চ হল। এই কিছুদিন আগেই এই প্রিমিয়াম Flagship ফোনটি লঞ্চ হয় দেশে। যেই এই ফোনটি এল অমনি এটার পূর্বসূরি Xiaomi 12 Pro -এর দাম এক ঝটকায় অনেকটাই কমে গেল। গত বছর লঞ্চ হয়েছিল Xiaomi 12 Pro। ভারতে এই ফোনের দুটি ভ্যারিয়েন্ট উপলব্ধ আছে। আর দুটো ফোনেরই দাম 10,000 টাকা কমল।
Xiaomi 12 Pro এর নতুন দাম
Xiaomi 12 Pro ফোনটির দুটো ভ্যারিয়েন্ট উপলব্ধ আছে দেশে। একটি ভ্যারিয়েন্ট হল 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত, আরেকটি ভ্যারিয়েন্ট হল 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত। দুটি ফোন যখন লঞ্চ হয়েছিল এগুলোর দাম যথাক্রমে ছিল 62,999 এবং 66,999 টাকা। কিন্তু এখন দাম কমার পর 8 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম কমে গিয়েছে 52,999 টাকা। অন্যদিকে 12 GB মডেলটি মাত্র 54,999 টাকায় পাওয়া যাচ্ছে। গ্রাহকরা এই ফোন দুটি কর্টুর ব্লু, নয়ার ব্ল্যাক এবং অপেরা মভ রঙে কেনা যাবে।
এছাড়া কোম্পানির তরফে জানানো হয়েছে যাঁরা দেশে এই ফোন HDFC ব্যাংকের কার্ড ব্যবহার করে কিনবেন তাঁরা আরও 3,000 টাকার ছাড় পাবেন। সঙ্গে পুরনো ফোন এক্সচেঞ্জ করলে মিলবে আরও 3,000 টাকার ছাড়। মার্চের 1 তারিখ থেকে এই নয়া দামে ফোনগুলো কিনতে পারবেন গ্রাহকরা। Mi.com, Amazon, ইত্যাদি থেকে এই দামে ফোনটি কেনা যাবে।
Xiaomi 12 Pro তে কী কী ফিচার মিলবে?
1. এই ফোনে আছে Octa Core Qualcomm Snapdragon 8 Gen 1 প্রসেসর আছে।
2. 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ আছে এই ফোনে।
3. এখানে সঙ্গে মিলবে 6.73 ইঞ্চির একটি কোয়াড HD+ AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেতে 120 HZ রিফ্রেশ রেট আছে।
4. অ্যান্ড্রয়েড 12 ভিত্তিক MIUI 13 আছে এই ফোনে। কোয়াড স্পিকারও আছে এখানে।
4. ট্রিপল রিয়ার ক্যামেরা মিলবে এই ফোনে যেখানে প্রাইমারি ক্যামেরায় থাকবে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর। বাকি দুটো ক্যামেরাতেও 50 মেগাপিক্সেলের দুটি সেন্সর থাকবে। অন্যদিকে ফ্রন্ট ক্যামেরায় থাকবে 32 মেগাপিক্সেলের একটি সেন্সর।
5. 120W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 4600mAh ব্যাটারি আছে এই ফোনে। সঙ্গে 50W -এর ওয়্যারলেস চার্জিং -এর সুবিধা।
I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.