Xiaomi 12 Lite: লঞ্চ হল 108MP ক্যামেরা সহ শাওমির দুর্দান্ত ফোন, জানুন ফিচার এবং দাম

Updated on 11-Jul-2022
HIGHLIGHTS

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেল শাওমি 12 লাইট

এই ফোনে থাকছে 108 মেগাপিক্সেলের ক্যামেরার মতো একাধিক দারুন সব ফিচার

থাকছে 778 চিপসেট সহ 8GB এবং 6GB RAM ভ্যারিয়েন্ট

বহুদিন ধরেই শাওমি 12 লাইট নিয়ে নানান আলোচনা, জল্পনা চলছিল। অপেক্ষা ছিল এই ফোনের। কিন্তু কোম্পানির তরফে জানানো হয়নি এই ফোন কবে মুক্তি পাবে। অবশেষে সমস্ত অবসান ঘটিয়ে এক প্রকার সকলকে অবাক করেই লঞ্চ হল Xiaomi 12 Lite। শনিবার গোটা পৃথিবীকে চমকে বিশ্বব্যাপী লঞ্চ হল এই ফোন। কম দামে দারুন সব ফিচার রয়েছে এই ফোনে। কোম্পানির তরফে জানানো হয়েছে এই ফোনে থাকছে 120 Hz রিফ্রেশ রেট, AMOLED ডিসপ্লে, 108 মেগাপিক্সেল সহ একাধিক দারুন সব স্পেসিফিকেশন এবং ফিচার।

কী কী ফিচার থাকছে?

Xiaomi 11 Lite 5G এর উত্তরসূরি হচ্ছে এই শাওমি 12 লাইট। ফোনটিতে থাকছে 120Hz রিফ্রেশ রেট এবং 240Hz টাচ স্যাম্পলিং রেট সহ 6.55 ইঞ্চি AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের সঙ্গে থাকছে HDR 10+ এবং dolby vision সাপোর্ট। Xiaomi 12 Lite চলবে 778 চিপসেট এবং বিল্ট ইন 6nm প্রসেসরের সাহায্যে। এই ফোনে দু ধরনের RAM ভ্যারিয়েন্ট পাওয়া যাবে। একটি হচ্ছে 6GB RAM এবং আরেকটি হল 8GB RAM। এছাড়াও দু ধরনের স্টোরেজ ভ্যারিয়েন্টও থাকছে, যথা 128GB এবং 256GB।

এই ফোনের ব্যাক প্যানেল কেমন?

এই ফোনটির ব্যাক প্যানেলে থাকছে ম্যাট ফিনিশ সঙ্গে ট্রিপল ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় রয়েছে স্যামসাংয়ের HM2 সেন্সর সঙ্গে 108 মেগাপিক্সেল। একই সঙ্গে থাকছে F1/9 অ্যাপারচার। আরেকটা ক্যামেরায় থাকছে 8 মেগাপিক্সেল সঙ্গে f/2.4 এর ফোকাল লেংথ। এর পাশাপাশি আরও একটি 2 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে শাওমি 12 লাইটে। ফ্রন্ট ক্যামেরাতে থাকছে 32 megapixel এবং samsung এর SAMSUNG GD2 সেন্সর। এর ফোকাল লেংথ হচ্ছে f/2.5। ভাল সেলফি এবং ভিডিও কলের জন্য ফ্রন্ট ক্যামেরায় থাকছে AI অ্যাডভান্স সফটওয়্যার এবং Xiaomi এর সেলফি গ্লো ফিচার। 

আর কী পাওয়া যাবে Xiaomi 12 Lite এ?

এই ফোনে আর থাকছে 67W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 4300mAh ব্যাটারি। এছাড়াও থাকছে চার্জ দেওয়ার জন্য একটি বিশেষ অ্যাডাপটার। ফোনটিতে ডুয়াল সিম সাপোর্ট করবে। এই ফোনে 5G টেকনোলজি ব্যবহার করা যাবে। MIUI 13 আছে অ্যান্ড্রয়েড 12 এর সঙ্গে। 

কোন কোন রঙে পাওয়া যাবে এই ফোন? দামই বা কত?

ফোনটি বাজারে তিনটে রঙে পাওয়া যাবে যথা ব্ল্যাক, পিংক এবং গ্রিন। 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত ফোনের দাম 400 ডলার, 8GB এর সঙ্গে 128GB ভ্যারিয়েন্টের দাম হচ্ছে 450ডলার। অন্যদিকে 8GB RAM সহ 256GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত ফোনের দাম হচ্ছে 500 ডলার। ফোনটির প্রি অর্ডার ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

Connect On :