ইতিমধ্যেই শাওমি তাদের নতুন ফোন Xiaomi 12 Lite 5G এর প্রি বুকিং নিতে শুরু করে দিয়েছে। কিন্তু এই ফোনের ব্যাপারে কোম্পানির তরফে এখনও অফিসিয়ালি কিছু জানানো হয়নি। কী কী ফিচার থাকবে দাম কত হবে কিছুই Xiaomi এখনও প্রকাশ্যে আনেনি। কিন্তু কোম্পানি না আনলেও কি আর তথ্য চাপা থাকে? এই ফোনের দাম সহ সমস্ত ফিচার লিক হল অফিসিয়াল লঞ্চের আগেই।
আগামী 8 জুলাই অবধি ফোনটির প্রি বুকিং নেওয়া হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। একই সঙ্গে Mi স্টোরেও এই ফোনটির অর্ডার নেওয়া হচ্ছে। সংস্থার তরফে তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করে এই খবর জানানো হয়েছে।
এই তথ্য জানালেও সংস্থার তরফে ফোনটির দাম বা ফিচার সম্পর্কে কিছু জানানো হয়নি। কিন্তু রেদাকসিয়ারের একটি রিপোর্ট থেকে এই ফোন সম্পর্কিত সমস্ত তথ্য ফাঁস হয়ে গিয়েছে। এই ফোনটিতে থাকছে ফ্ল্যাট ফ্রেম ডিজাইন। সঙ্গে রেকট্যাঙ্গিউলার ক্যামেরা এবং LED ফ্ল্যাশের সুবিধাও পাওয়া যাবে Xiaomi 12 Lite 5G তে।
শোনা যাচ্ছে ফোনটি 40 হাজার টাকার আশপাশে দাম হবে। 40000 টাকার কমেই এই ফোনটি লঞ্চ হতে পারে বলে মনে করা হচ্ছে।
এই ফোনে আছে ট্রিপল রিয়ার ক্যামেরা। প্রাইমারি সেন্সরটি থাকছে 108 মেগাপিক্সেলের। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা, এটি একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এর সঙ্গে থাকছে একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেন্সর। 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকছে ভিডিও কল এবং সেলফির জন্য। ফ্রন্ট ক্যামেরা জন্য এই ফোনের সামনে থাকছে একটা হোল পাঞ্চ আউট কাট। ডিসপ্লের ঠিক উপরের মাঝখানে রয়েছে এটি। এতে টাইপ C USB পোর্ট থাকবে একটি। সঙ্গে 3.5 mm এর হেডফোন জ্যাক থাকবে।
ফোনটি অ্যান্ড্রয়েড 12 আউট অফ দ্যা বক্স দ্বারা চালিত হবে। এতে MIUI 13 কাস্টম লেয়ারের সুবিধা থাকছে। এর পাশাপাশি রয়েছে 120Hz এর রিফ্রেশ রেট সহ 6.55 ইঞ্চির AMOLED ডিসপ্লে সঙ্গে আছে HD+রেজোলিউশন। Xiaomi 12 Lite 5G এর ডিসপ্লেতে ডলবি ভিশন এবং HDR 10+ সার্টিফিকেশন থাকছে। ডিসপ্লের চারপাশে থাকবে পাতলা বেজেল। ফোনটি পরিচালিত হবে Qualcomm Snapdragon 778 প্রসেসরের সাহায্যে। এই প্রসেসরটি 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ এর সঙ্গে যুক্ত থাকবে। আর ওজন? মাত্র 173 গ্রাম।