Xiaomi 11T Pro 5G-এর সমস্ত মডেল 5,500 টাকার ডিসকাউন্টে কিনতে পারবেন
এই ডিসকাউন্টে ICICI ব্যাঙ্কের কার্ডে 4,500 টাকা এবং সমস্ত কার্ডে 1000 টাকার ডিসকাউন্ট রয়েছে
এই ফোনে কোম্পানি 5000 টাকার এক্সচেঞ্জ বোনাসও দিচ্ছে
আপনি যদি নিজের জন্য একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন কিনতে চান, তবে Xiaomi Flagship Days Sale আপনার জন্য সেরা সুযোগ হতে পারে। 26 মে পর্যন্ত চলা এই সেলে আপনি কোম্পানির প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোনের মধ্যে একটি Xiaomi 11T Pro 5G-এর সমস্ত মডেল 5,500 টাকার ডিসকাউন্টে কিনতে পারবেন। এই ডিসকাউন্টে ICICI ব্যাঙ্কের কার্ডে 4,500 টাকা এবং সমস্ত কার্ডে 1000 টাকার ডিসকাউন্ট রয়েছে। ফোনের দাম শুরু হয় 38,999 টাকা থেকে।
আপনি যদি এক্সচেঞ্জ অফারে ফোনটি কিনে থাকেন তবে আপনি Mi Exchange এর আওতায় 16,500 টাকা পর্যন্ত সুবিধা পেতে পারেন। বিশেষ বিষয় হল এই ফোনে কোম্পানি 5000 টাকার এক্সচেঞ্জ বোনাসও দিচ্ছে। এই দুটি ডিল মিলিয়ে ফোনে পাওয়া এক্সচেঞ্জ ডিসকাউন্ট 21,500 টাকা হয়ে যায়। আপনার পুরনো ফোনের অবস্থায়র উপর নির্ভর করছে এক্সচেঞ্জ অফার।
Xiaomi 11T Pro স্মার্টফোন স্পেসিফিকেশন
Xiaomi 11T Pro স্মার্টফোনে রয়েছে 6.67 ইঞ্চি ফ্ল্যাট অ্যামোলয়েড ডিসপ্লে সঙ্গে এফএইচডি প্লাস 2400X1080 পিক্সেল রেজোলিউশন। ডিসপ্লেতে রয়েছে 120Hz রিফ্রেশ রেট যার অ্যাসপেক্ট রেশিও 20:9। সেইসঙ্গে রয়েছে 480Hz পর্যন্ত টাচ স্যাম্পেল রেট, HDR 10 প্লাস ফিচার ও 1000 নিটের ব্রাইটনেস। প্রো মডেল সাপোর্ট করে ডলবি ভিশন।
Xiaomi 11T Pro ডিভাইসে রয়েছে কোয়াল্কম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর। দুটি স্মার্টফোনেই রয়েছে 5000 mAh ব্যাটারির সুবিধা। তবে Xiaomi 11T Pro ডিভাইসে রয়েছে 120W শাওমি হাইপারচার্জ সাপোর্ট। স্মার্টফোনেই ক্যামেরা ফিচার হিসেবে রয়েছে ট্রিপল লেন্স ক্যামেরা সেটআপ। যেখানে পাওয়া যাবে 108MP ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি লেন্স, 8MP টেলিম্যাক্রো লেন্স ও 16MP সেলফি শুটার।
লিকুইড কুলিং প্রযুক্তির এই ফোনটিতে 5000mAh ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি 120W হাইপারচার্জিং সহ আসে। এই চার্জিং প্রযুক্তি 17 মিনিটের মধ্যে ফোনের ব্যাটারি ফুল চার্জ করে।
Xiaomi 11T Pro স্মার্টফোন দুটি চলবে MIUI 12.5 নির্ভর Android 11 ভার্সনে। এছাড়া রয়েছে 5G সিম সাপোর্ট, Bluetooth 5.2, Wifi 6, মাল্টি ফাংশানাল NFC ও IR ব্লাস্টার।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.