ট্রিপেল ক্যামেরার সঙ্গে লঞ্চ হল VIVO U3

Updated on 21-Oct-2019
HIGHLIGHTS

ভিভোর এই নতুন ফোন চিনে লঞ্চ হল

ফোনে আছে ট্রিপেল ক্যামেরা

ভিভো তাদের U সিরিজের নতুন ফোন Vivo U3 লঞ্চ করেছে আর এটি একটি ট্রিপেল ক্যামেরার ফোন আর এতে গ্রেডিয়েন্ট ডিজাইন দেওয়া হয়েছে। Vivo U3 ফোনে আপনারা অক্টা কোর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 675 প্রসেসার আছে আর ফোনে আছে এর সঙ্গে 5000mAh য়ের ব্যাটারি।

Vivo U3 ফোনের স্পেসিফিকেশান

Vivo U3 ফোনে আছে ফান টাচ OS 9 য়ের সঙ্গে অ্যান্ড্রয়েড 9 পাই। আর এর সঙ্গে এই ফোনে 6.3 ইঞ্চির ফুল HD+ 1080 x 2340 পিক্সালের ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনে আছে অক্টা কোর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 675 প্রসেসার। আর এই ফোনে আপনারা পাবেন 6GB র‍্যাম আর 64GB স্টোরেজ। ফোনটি ফেস আনলক, মাইক্রো USB পোর্ট যুক্ত।

এই ফোনের ক্যামেরাতে ট্রিপেল রেয়ার ক্যামেরা চাহে যা একটি 16 মেগাপিক্সলাএর প্রাইমারি ক্যামেরার সঙ্গে একটি 8 মেগাপিক্সলাএর ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সালের ক্যামেরা অফার করে। আর এই ফোনে আছে 5000mAh য়ের ব্যাটারি যা 18W ফাস্ট চার্জ সাপোর্ট করে। আর ফোনে আছে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

Vivo U3 ফোনের দাম

Vivo U3 ফোনটি চিনে প্রি অর্ডার করা যাবে। আর এই ফোনে আছে 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ যার দাম CNY 999 (প্রায় 10,000টাকা ) রাখা হয়েছে। আর সেখানে এর হাই এন্ড ভেরিয়েন্ট 6GB র‍্যামের সঙ্গে 64GB স্টোরজের দাম CNY 1,199 (প্রায় 12,000 টাকা) আর এই ফোনটি তিনটি রঙে এসেছে আর এই ফোনটি ভারতে বা অন্য জায়গায় আসবে কিনা সেই বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।

Connect On :