Lenovo Z5 য়ের সঙ্গে Lenovo K5 Note, Lenovo A5 স্মার্টফোন আর Watch X লঞ্চ করেছে
Lenovo এই ডিভাইসের সঙ্গে ZUI ইউজার ইন্টারফেসের নতুন ভার্সানও লঞ্চ করেছে
গত কাল Lenovo চিনে তাদের Lenovo Z5 স্মার্টফোনটি লঞ্চ করেছে। এই ডিভাইসটি লঞ্চ করার পরে অনেকেই নিরশা হ্যেছেম। আসলে এই ডিভাইসের বিষয়ে জানা গেছিল যে এটি একটি বেজেল-লেস ডিসপ্লে হবে আর এটি আসলে একটি নচ ডিজাইনের ডিসপ্লে। এই ডিভাইসের সঙ্গে কোম্পানি তাদের কিছু অন্য ডিভাইসও লঞ্চ করেছে। এই ডিভাসিএর সঙ্গে কোম্পানি তাদের অন্য স্মার্টফোন আর একটি স্মার্টওয়াচ লঞ্চ করেছিল। আর এছাড়া কোম্পানি তাদের ZUI য়ের লেটেস্ট ভার্সানও লঞ্চ করেছে।
Lenovo K5 Note আর Lenovo A5 স্মার্টফোন
আমরা প্রথমে Lenovo K5 Note স্মার্টফোনটির বিষয়ে কথা বলেনি এই ফোনে একটি 6ইঞ্চির HD+ ডিসপ্লে 1440×720 পিক্সাল IPS ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর এই ডিভাইসে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 450 চিপসেট আছে। আর এই ফোনে র্যাম 3GB আর স্টোরেজ 32GB। আর এর সঙ্গে এর 4GB র্যাম আর 64GB স্টোরেজও লঞ্চ করা হয়েছে। আর এর বেস ভেরিয়েন্টের দাম RMB 799মানে 8,300টাকা আর এর টপ ভেরিয়েন্টের দাম RMB 999 মানে প্রায় 10,400টাকা।
#Lenovo #LenovoK5Note product page pic.twitter.com/4t3yTQuJZs
—