মাইক্রোম্যাক্সের ক্যানভাস স্পার্ক 4G স্মার্টফোন লঞ্চ, দাম 4,999 টাকা

মাইক্রোম্যাক্সের ক্যানভাস স্পার্ক 4G স্মার্টফোন লঞ্চ, দাম 4,999 টাকা
HIGHLIGHTS

ক্যানভাস স্পার্ক ফোর-জি হ্যান্ডসেটটি এক্সক্লুসিভলি মিলবে ই-কমার্স সাইট স্ন্যাপডিলে৷ ইতিমধ্যেই রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে৷ আগামী ১০ নভেম্বর থেকে হ্যান্ডসেটটির বিক্রি শুরু হবে৷

ক্যানভাস সিরিজের আরেকটি নতুন স্মার্টফোন বাজারে আনল মাইক্রোম্যাক্স৷ ক্যানভাস স্পার্ক ফোর-জি হ্যান্ডসেটটি এক্সক্লুসিভলি মিলবে ই-কমার্স সাইট স্ন্যাপডিলে৷ ইতিমধ্যেই রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে৷ আগামী ১০ নভেম্বর থেকে হ্যান্ডসেটটির বিক্রি শুরু হবে৷

আরও দেখুন : বাজারে এল রিলায়েন্সের নতুন ফোর-জি স্মার্টফোন লাইফ F1 প্লাস

এই স্মার্টফোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর কানেক্টিভিটি৷ 4G VoLTE সাপোর্টেড এই হ্যান্ডসেটের সঙ্গে মিলবে রিলায়েন্স জিও ওয়েলকাম অফার৷ ৩১ ডিসেম্বর পর্যন্ত আনলিমিটেড ভয়েস কল ও ডেটা সার্ফিংয়ের সুযোগ মিলবে৷ মেটাল ব্যাক কভার ও অ্যান্ড্রয়েড মার্শমেলো আপডেট-সহ এই মডেলটি আসলে ক্যানভাস স্পার্ক-এর আপডেটেড ভার্সন৷ পুরনো হ্যান্ডসেটটি আত্মপ্রকাশ করেছিল গত এপ্রিল মাসে৷ আর নভেম্বরে বাজারে এল ওই হ্যান্ডসেটেরই ফোর-জি ভার্সন৷

বিস্তারিত স্পেসিফিকেশনে আসা যাক৷ ৫ ইঞ্চির আইপিএস ডিসপ্লে-যুক্ত এই মডেলের স্ক্রিন মোড়া গরিলা গ্লাসে৷ কোয়াড কোর প্রসেসর থাকলেও র‍্যাম তুলনামূলকভাবে কম, মাত্র ১ জিবি৷ ইন্টারনাল স্টোরেজ ৮ জিবি৷ এসডি কার্ডের সাহায্যে সেকেন্ডারি মেমোরি বাড়ানো যাবে৷ ক্যামেরাও আহামরি কিছু নয়৷ স্পার্ক ফোর-জির রিয়ার ক্যামেরা ৫ মেগাপিক্সেলের, ফ্রন্ট ক্যামেরা ২ মেগাপিক্সেল৷ প্রাথমিকভাবে বাজারে আসছে সাদা ও সোনালি রঙের মডেল৷ ফোর-জি মডেলটির দাম ৪,৯৯৯ টাকা৷ আগামী ১০ নভেম্বর বেলা ১২টা থেকে মিলবে অনলাইনে৷

আরও দেখুন : 20MP সেলফি ক্যামেরার সঙ্গে ভারতে শীঘ্রই চালু হবে ভিভো V5 স্মার্টফোন

আরও দেখুন : ভারতে’র বাজারে প্রস্তুত হতে চলেছে LG V20, অ্যান্ড্রয়েড ৭.০ নগাট দিয়ে সজ্জিত

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo