এই ফোনটিতে 6GB র্যামের সঙ্গে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835 প্রসেসার দেওয়া হয়েছে
HTC U11+ ফোনটি আজকেই ভারতে লঞ্চ হয়েছে। এই ফোনটির র্যাম 6GB আর এটি অ্যামেজিং সিলভার কালারে এসেছে। ভারতে এই ফোনটির দাম 56,990 টাকা। আর এই ফোনটিতে 128GB’র স্টোরেজ দেওয়া হয়েছে। এই ব্লুটুথ স্পিকার গুলির ওপর অ্যামাজন ডিস্কাউন্ট দিচ্ছে
HTC U11+ ফোনটিতে 6-ইঞ্চির 18:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটিতে একটি কোয়াড HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি সুপার LCD 6, কর্নিং গোরিলা গ্লাস 5এর দ্বারা সুরক্ষিত। এই ফোনটির ডিসপ্লের রেজিলিউশান 2880 x 1440 পিক্সাল। আর এর ব্যাটারি 3930mAhএর।
ফোনটিতে 6GB র্যামের সঙ্গে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835 প্রসেসার দেওয়া হয়েছে। এর এই ফোনটিতে 128GB’র ইন্টারনাল স্টোরেজও দেওয়া হয়েছে। এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 8.0 ওরিও দেওয়া হয়েছে।
এই ফোনটিতে 12MP’র রেয়ার ক্যামেরা আর 8MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরাও দেওয়া হয়েছে। এই ফোনটিতে ইউজার্সরা দুটি সিমের সাপোর্ট পাবে। এটি একটি হাইব্রিড সিম স্লট যুক্ত ফোন। এটি OTG আর কুইক চার্জিং সাপোর্ট করে। এই ফোনটি IP68 সার্টিফিকেশান যুক্ত। যার ফলে এটি ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্টেন্স হয়েছে।