চিনে গত মাসে Honor View 20 ফোনটি লঞ্চ হওয়ার পরে হনার এবার এই ফোনটি ভারতেও লঞ্চ করেছে আর এটি এর গ্লোবাল ভার্সান Honor View 20। আর এই ফোনটির স্পেশ্লিটি এর গ্লাস ব্যাক, টেকসচার্ট প্যাটার্ন ডিজাইন, 48MP র রেয়ার ক্যামেরা আর যা Tof 3D ক্যামেরা যুক্ত আর এই ফোনের স্ক্রিনে পাঞ্চ হোল ডিসপ্লে একে একটি আলাদা লুক দেয়।
Honor View 20 ফোনটি 6GB র্যাম আর 128GB স্টোরেজে ভেরিয়েন্টের দাম 37,999 টাকা। আর সেখানে এই ফোনের 8GB র্যাম আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 45,999 টাকা। আর এই ফোনটি 30 জানুয়ারি দুপুর 12টায় অ্যামাজন ইন্ডিয়া আর হনারের ই কমার্স পোর্টালে hihonor.in য়ে পাওয়া যাবে। আর এই ফোনটি রিলায়েন্স ডিজিটালে অফলাইনেও কেনা যাবে।
আমরা যদি এই ফোনের স্পেসিফিকেশানের বিষয়ে বলি তবে এই ফোনটি 6.4ইঞ্চির ফুল HD+LCD ডিসপ্লে যুক্ত আর এর রেজিলিউশান 2310×1080 পিক্সাল আর এর অ্যাস্পেক্ট রেশিও 19:25:9।
এই Honor View 20 স্মার্টফোনে কিরিন 980 অক্টা-কোর চিপসেট আছে যা 7nm প্রসেসারে কাজ করে আর এই ফোনটি আর Honor Magic 2 য়ের সঙ্গেও দেখা গেছে। আর এই ফোনের স্টোরেজ এক্সপেন্ড করার জন্য SD কার্ড স্লট দেওয়া হয়েছে।
View 20 ফোনটিতে 48MP র Sony IMX586 সেন্সার আছে যার অ্যাপার্চার f/1.8, আর এই ফোনের দ্বিতীয় 3D ToF (টাইম অফ ফ্লাইট) সেন্সারের ক্যামেরা আছে যা 3D অ্যাপ্লসিকেশান আর অব্জেক্ট ম্যাপ করার জন্য দেওয়া হয়েছে। এই ডিভাইসের ফ্রন্টে 25MP র পাঞ্চ হোল ক্যামেরা দেওয়া হয়েছে।
সফটোয়্য্যারের ক্ষেত্রে এই ফোনে অ্যান্ড্রয়েড 9 পাই নির্ভর Magic UI আছে। আর এই ফোনের ব্যাটারি 4000mAH য়ের আর এই ফোনটি ফাস্ট চার্জিং সাপোর্ট করে আর এই ফোনে একটি 40W য়ের অ্যাডাপ্টার ও দেওয়া হয়েছে। আর এই ফোনটি লিঙ্ক টার্বো সাপোর্ট করে।