10GB র্যাম আর স্লাইডার মেকানিজামের সঙ্গে লঞ্চ হল Xiaomi MI Mix3
সাওমি তাদের নতুন স্মার্টফোন ‘Mi Mix 3’ মার্কেটে লঞ্চ করে দিয়েছে, আপাতত এর লঞ্চ চিনের রাজধানী বেজিংয়ে হয়েছে আর এই স্মার্টফোনটি ‘স্লাইডার মেকানিজাম’ যুক্ত
এই সপ্তাহেই গেমিং ফোন Black Shark 2 য়ের কথা ঘোষনা করেছিল সাওমি আর এবার তারা তাদের নতুন ফোন Mi Mix 3 লঞ্চ করেছে। আর এই লঞ্চিংটের পরে কোম্পানির তরফে এই স্মার্টফোনটি বেজিংয়ের একটি ইভেন্টে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনটির বিষয়ে কোন আগাম প্রচারন ছাড়াই ফোনটি লঞ্চ করা হয়েছে। এই ফোনে স্লাইডার মেকানিজাম ব্যাবহার করা হয়েছে আর এর ফলে ফোনটি দেখতে দারুন হয়েছে।
Xiaomi Mi Mix 3 ফোনের স্পেসিফিকেশান
Xiaomi Mi Mix 3 6.3 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লের সঙ্গে দেওয়া হয়েছে আর এর রেজিলিউশান 1080×2340 পিক্সাল। আর এই ফোনে 93.4 শতাংস স্ক্রিন টু বডি রেশিও আর 19:5:9 অ্যাস্পেক্ট রেশিও আছে। আর এই ডিভাইসে অক্টা কোর স্ন্যাপড্র্যাগন 845 চিপসেটের প্রসেসারে কাজ করে। আর এই ফোনে আপনারা 3 টি ভেরিয়েন্ট পাবেন। 6GB,8GB আর 10GB র্যামের। আর এই ফোনের স্টোরেজ্র দিকটি যদি দেখা হয় তবে দেখা যাবে যে এতে আপনারা 6GB/128GB স্টোরেজ, 8GB/128GB স্টোরেজ আর 256GB স্টোরেজ পাবেন।আর এর সঙ্গে এই ফোনের 10GB স্পেশাল এডিশানটি 256GB স্টোরেজ অপশানে পাওয়া যাবে।
আর এর সঙ্গে আপনাদের এও বলে রাখি যে এই ফোনে Sony IMX363 সেন্সার আছে। আর এতে OIS আর f/1.8 অ্যাপার্চারের সঙ্গে 12MP র রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। আর সাওমির এই নতুন মডেলে নচ-ফ্রি হওয়ায় বেজেলও আছে।
দাম
চিনে এই ফোনটির 6GB/128GB ভেরিয়েন্টের দাম CNY 3,299 মানে প্রায় 34,801 টাকা। আর এই ফোনের 8GB/12GB আর 8GB/256GB ভেরিয়েন্টের দাম CNY 3,599 মানে প্রায় 37,964 টাকা বলা হয়েছে। আর এই ফোনের স্পেশাল 10GB/256GB ভেরিয়েন্টের দাম 4,999 Yuam মানে প্রায় 52,744 টাকা বলা হয়েছে।