আসছে বিশ্বের সব থেকে ছোট ফোন যা বুড়ো আঙুলের থেকেও ছোট, নাম Zanco tiny t1

Updated on 02-Jan-2018
HIGHLIGHTS

এই ফোনটির সাইজ মাত্র ৪৬.৭/২১/১২ মিমি

বিশ্বের সব থেকে ছোট ফোন নিয়ে এল জ্যাংকো বলে একটি কোম্পানি। এখনও অব্দি এই ফোনটির ব্যাবসায়িক ভাবে তৈরি হওয়া শুরু না হলেও কোম্পানির দাবি এই ফোনটি বুরো আঙুলের থেকেও ছোট হবে। এর ওজন মাত্র ১৩ গ্রাম। 

কোম্পানি এই ফোনটির নাম দিয়েছে Zanco tiny t1। আর এই ফোনটির সাইজ মাত্র ৪৬.৭/২১/১২ মিমি। ফোনটি থেকে কল আর এসএমএস করা যাবে বলে জানানো হয়েছে। এই ফোনটিতে ০.৪৯ইঞ্চির OLED ডিসপ্লে আছে। এই ফোনটিতে ন্যানো সিম ব্যবহার করা যাবে। এই ফোনে ৩০০টি ফোন নম্বর সেভ করা যাবে। আর কল লিস্টে সেভ থাকবে ৫০টি নম্বর। আর এর সঙ্গে সেভ করা যাবে ৫০টি এসএমএএসও।

এই ফোনটির প্রসেসার আর ফিচার্স সম্পর্কে কিছু তথ্য জানা গেছে। ফোনটিতে 32 MB’র র‍্যাম আর 32MB'’ র ইন্টারনালস্টোরেজ আছে। এই ফোনের ব্যাটয়ারি হবে ২০০ মিলিঅ্যাম্পিয়ারআওয়ারের। যা ৩ দিনের স্ট্যান্ডবাই আর ৩ ঘন্টার টকটাইম দেবে। এই ফোনটি ইউএসবির মাধ্যমে কম্পিউটারের সঙ্গেও কানেক্ট করা যাবে। এই ফোনটিতে ইন্টারনেট সংযোগও থাকবে। এই বছর থেকেই এই ফোনটি পাওয়া যাবে। তবে কবে থেকে পাওয়া যাবে আর এর দাম কত হবে তা এখনও জানা যায়নি।

সোর্সঃ ইমেজ সোর্সঃ 

Connect On :