মোবাইল বিস্ফোরণের কথা মাঝে মধ্যেই খবরের পাতায় উঠে আসে। কখনও তাতে হাত উড়ে যায়, তো কখনও ভয়ানক ভাবে আহত হন ব্যবহারকারীরা। কিন্তু কেন এই বিস্ফোরণ ঘটে, নেপথ্যে কোন কারণ থাকে সেটা আমরা অনেক সময়ই জানতে পারি না। তবে এটা সবাই জানেন যে মোবাইলের ব্যাটারিতে গন্ডগোল হলেই মূলত এই ঘটনা ঘটে থাকেন। ফোনের ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে গেলে মোবাইল বিস্ফোরণ হতে পারে।
অনেকেই ভাবেন গরমকালে সূর্য যেভাবে তেজ দেখায় তাতে অনেকক্ষণ বাইরে থাকলে বুঝি ফোনের ব্যাটারিও গরম হয়ে যায়। কিন্তু আসলে তেমন কিছু নয়। লক্ষ্য করলে দেখবেন সস্তার ফোন এটা বেশি ঘটে। আসলে কম দামী ফোনে কুলিং সিস্টেম থাকে না। ফলে অতিরিক্ত ব্যবহারে ফোন গরম হয়ে যায়। আসুন এই প্রতিবেদন থেকে জেনে নেওয়া যাক কেন ফোনের বিস্ফোরণ হয়।
1. ফোন অতিরিক্ত গরম হয়ে গেলে সেটা ফেটে যেতে পারে। যে ফোনে কুলিং সিস্টেম থাকে না সেগুলোই মূলত ফাটে।
2. এছাড়া যদি দেখেন আপনার ফোনের ব্যাটারি থেকে থেকেই গরম হয়ে যাচ্ছে, কিংবা মোবাইলে শর্ট সার্কিট হয়েছে তাহলেও এই বিপত্তি ঘটতে পারে।
3. ফোন যদি হাই-এন্ড প্রসেসর থাকে আর সেখানে হিট সিঙ্ক ইনস্টল না করা থাকে তাহলেও ফোন ফাটতে পারে।
4. চার্জ দেওয়ার সময় ফোন ব্যবহার করলে বিস্ফোরণ হতে পারে। আসলে যখন ফোন চার্জ হয় তখন ব্যাটারি বেশি কাজ করে তাই মোবাইলের রেডিয়েশন বেশি থাকে আশাপাশের থেকে। তাই ফোন চার্জে দিয়ে যদি আপনি কথা বলতে যান তাহলে সেটা কিন্তু ফেটে যেতে পারে।
5. এছাড়া ব্যবহারকারীর কোনও ভুলেও ব্যাটারি যখন ভীষণ তেতে ওঠে, তখন বিপদ হতে পারে। ফোন চার্জে দিয়ে ঘাটলে, বা গেম খেললে এই বিপদ আসতেই পারে।
6. বারবার হাত থেকে ফোন পড়ে গেলে ব্যাটারি ফেটে যেতে পারে। আসলে ফোনে অনেকগুলো স্তর থাকে। হামেশাই ফোন হাত থেকে পড়তে থাকলে সেই স্তর ফেটে যায়। আর স্তর ফেটে গিয়ে যদি কোনও গ্যাপ তৈরি হয়ে যায় তাদের মধ্যে তাহলে বলাই বাহুল্য ব্যাটারি ফুলতে শুরু করবে। এর পরেও শর্ট সার্কিট হয়ে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হয় যেখানে থেকে বিস্ফোরণ ঘটতে পারে।
1. কখনও ফোন বিছানায়, বলা ভালো বালিশের নিচে নিয়ে শোবেন না।
2. ফোন চার্জ দিয়ে কখনও গেম খেলবেন না, বা ঘাটবেন না।
3. ফোন চার্জে থাকাকালীন কথাও বলবেন না।
4. টানা 2-3 ঘণ্টা ফোন কানে দিয়ে কথা বলবেন না। প্রয়োজনে ইয়ারফোন ব্যবহার করুন।
5. চার্জার খারাপ হলে আসল চার্জার কিনুন। কম দামী নকল চার্জার কিনলে হতে পারে বিপদ।
6. গরমকালে বন্ধ গাড়ির মধ্যে ভুলেও ফোন রাখবেন না।