এই IMEI নাম্বার আদতে কি? আপনার ফোনের IMEI নাম্বার কি করে দেখবেন

Updated on 24-Jan-2024
HIGHLIGHTS

IMEI নাম্বার জানুন

IMEI নাম্বারের ফুল ফর্ম

IMEI নাম্বারের সুবিধা

এই IMEI নাম্বার আসলে কি? এই প্রশ্নটি আপনার মনে নিশ্চই এর আগেও এসেছে। আর আজকে আমরা এই বিষয়ে আপনাদের জানাব। এও IMEI নাম্বারের ফুল ফর্ম হল ইন্টারন্যাশানাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি ( International Mobile Equipment Identity ) । এটি ফোন চেনার জন্য একটি আইডেন্টিটি নাম্বার।

GSM, CDMA আর IDEN আর কিছু স্টেরেলাইট ফোনের এই নাম্বার দেওয়া হয় আর এই নাম্বার 15 সংখ্যার হলেও অনেক সময়ে নাম্বার 16-17 সংখ্যার ও হয়।  ভারতে প্রায় 2 কোটি 50 লাখ IMEI নাম্বারের মোবাইল ফোন আছে।

IMEI নাম্বারের কাজ কি?

মোবাইল ফোনের IMEI নাম্বার থেকে ফোনের বর্তমান লোকেশানের বিষয়ে জানা যায় আর এর থেকে জানা যায় যে এই সময় ফোনটি কে ব্যাবহার করছে।

যদি কোন অন্য ফোন চুরি যায় তবে IMEI নাম্বারের মাধ্যমে সেই ফোনের বিষয়ে জানা যায়। কোন চুরি হওয়া ফোনের IMEI নাম্বার কেউ জানলে এ ফোন থেকে *#06# ডায়াল করে হারানো ফোনের বিষয়ে জানা যাবে।

IMEI নাম্বারের সুবিধা

IMEI নাম্বারের মাধ্যমে অপারাধি ধরা যায় আর কোন ইউজার চাইলে তার হারানো ফোন খুঁজে পেতে পারেন।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Connect On :