আপনার মোবাইল কেন এয়ারলাইন মোড থাকে জানেন?

আপনার মোবাইল কেন এয়ারলাইন মোড থাকে জানেন?
HIGHLIGHTS

আজ আমরা মোবাইল ফোনের এয়ারলাইন মোড থাকার কারন আপনাদের জানাবো

আমরা সবাই জানি যে আমাদের ফোনে এয়ারলাইন মোডের একটি অপশান থাকে। আমরা ব্লুটুথ, Wi-Fi, সেলুলার আর ডাটা নেটওয়ার্ক বনহদ করার জন্য এয়ারলাইন মোডের ব্যবহার করে থাকি। তবে এই ফিচারটি স্পেশালি কেন দেওয়া হয়েছে আজ আমরা আপনাদের তাই বলব।

যখন আপনারা এরোপ্লেনে যান সেই সময় এয়ারলাইন মোডের ব্যবহার করা হয়। যাতে সেই যাত্রার সময় আপনার নেটওয়ার্কের জন্য এরোপ্লেনের বিভিন্ন সঙ্কেতে কোণ রকমের অসুবিধা না হয়।

কিন্তু আপনি আপানর ফোনের এয়ারলাইন মোড অন করার পরেও আপনার ফোনে থাকা ভিডিও, মিউজিক আর অন্যান্য জিনিস ব্যবহার করতে পারেন, আবার কিছু ডিভাইসে আপনি Wi-Fi আর ব্লুটুথও ব্যবহার করতে পারবেন। এছাড়া অনেকে এয়ারলাইনের মাধ্যমে পাওয়া Wi-Fi এর ব্যবহারও করে।

আপনি যদি আপনার ফোন খুব তাড়াতাড়ি চার্জ করতে চান তবে আপনি এই ফিচারটি ব্যবহার করতে পারবেন। এর জন্য আপনাকে আপনার ফোনটি এয়ারলাইন মোডে দিয়ে চার্জ করতে হবে যার ফলে অপ্রয়োজনীয় নোটিফিকেশান আসবেনা আর আপনার ফোন তাড়াতাড়ি চার্জ হবে। আর এভাবে আপনি সহজেই আপনার ফোনের ব্যাটারি লাইফও বাড়াতে পারবেন। 

সোর্সঃ ইমেজ সোর্সঃ

Digit.in
Logo
Digit.in
Logo