পুরো 26,130 টাকা ফ্ল্যাট ডিসকাউন্টে বিক্রি হচ্ছে 60 হাজার টাকা দামের প্রিমিয়াম Samsung 5G ওয়াটারপ্রুফ ফোন

পুরো 26,130 টাকা ফ্ল্যাট ডিসকাউন্টে বিক্রি হচ্ছে 60 হাজার টাকা দামের প্রিমিয়াম Samsung 5G ওয়াটারপ্রুফ ফোন
HIGHLIGHTS

Samsung এর প্রিমিয়াম স্মার্টফোন Galaxy S23 FE 5G বাম্পার ডিসকাউন্ট কেনা যাবে

স্যামসাং গ্যালাক্সি এস23 এফই 5জি ফোনের 8GB RAM+128GB স্টোরেজ মডেলটি 34,780 টাকায় লিস্ট করা

স্যামসাং গ্যালাক্সি এস23 এফই 5জি কোয়ালকম এর Snapdragon 8 Gen 2 প্রসেসরে কাজ করে

উৎসবের মরশুম শেষ হলেও ই-কমার্স সাইট কোম্পানিরা গ্রাহকদের স্মার্টফোনে দুর্দান্ত অফার দিয়ে চলেছে। আপনি যদি সেল চলাকালীন কোন স্মার্টফোন কিনতে না পেরে থাকেন তবে এখনও সুযোগ রয়েছে। আসলে Samsung এর প্রিমিয়াম স্মার্টফোন Amazon সাইটে বাম্পার ডিসকাউন্ট সহ বিক্রি হচ্ছে। আমরা কথা বলছি Galaxy S23 FE 5G ফোনের যা অ্যামাজনে 58 শতাংশ ছাড়ের সাথে বিক্রি হচ্ছে।

আসুন জেনে নেওয়া যাক ওয়াটারপ্রুফ স্যামসাং গ্যালাক্সি এস23 এফই 5জি স্মার্টফোনটি কত টাকা সস্তায় কেনা যাবে।

আরও পড়ুন: OnePlus 13 লঞ্চের আগেই সস্তা হল OnePlus 12 5G ফোনের দাম, আউট অফ স্টক হওয়ার আগেই করে দিন বুকিং

Samsung Galaxy S23 FE 5G ফোনে দুর্দান্ত ছাড়

অ্যামাজন সাইটে স্যামসাং গ্যালাক্সি এস23 এফই 5জি ফোনটি সবচেয়ে বড় ডিসকাউন্টের সাথে বিক্রি হচ্ছে। আপনি এই ফোনটি এখন পর্যন্ত সবচেয়ে কম দামে কেনা যাবে। স্যামসাং গ্যালাক্সি এস23 এফই 5জি ফোনের 8GB RAM+128GB স্টোরেজ মডেলটি 34,780 টাকায় লিস্ট করা।

Samsung Galaxy S23 FE 5G get massive price drop

লঞ্চের সময় স্যামসাং গ্যালাক্সি এস23 এফই ফোনটি 59,999 টাকায় বাজারে আনা হয়েছিল। তবে এখন অ্যামাজনে এটি 26,130 টাকা ফ্ল্যাট ডিসকাউন্টে বিক্রি হচ্ছে।

শুধু তাই নয়, গ্রাহকরা PNB ক্রেডিট কার্ড পেমেন্টে 1000 টাকার অতিরিক্ত ছাড় পেতে পারেন। পাশাপাশি, গ্রাহকরা 29,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও নিতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনস আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর করবে।

স্যামসাং গ্যালাক্সি এস23 এফই 5জি ফোনে ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে

গ্যালাক্সি এস23 এফই 5জি ফোনে 6.1-ইঞ্চির ডায়নামিক AMOLED ডিসপ্লে দেওয়া। এটি কোয়ালকম এর Snapdragon 8 Gen 2 প্রসেসরে কাজ করে। এতে আপনি 8GB পর্যন্ত RAM এবং 512GB স্টোরেজ দেওয়া।

ফটোগ্রাফির ক্ষেত্রে এই স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। এটি 50MP প্রথম সেন্সর, 10MP সেকেন্ডারি সেন্সর এবং 12MP তৃতীয় সেন্সর সাপোর্ট করে। সেলফি এবং ভিডিও কলিংয়ের ক্ষেত্রে এতে 12MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

পাওয়ার দিতে কোম্পানি স্যামসাং গ্যালাক্সি এস23 এফই 5জি ফোনে 3900mAh ব্যাটারি দিয়েছে। এটি 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন: WhatsApp এ আসছে Google এর দুর্দান্ত ফিচার, ছবি আসল নাকি নকল সহজে চেনা যাবে, জানুন কীভাবে করবে কাজ

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo